ব্রেকিং নিউজ
Home - অন্যান্য - জনস্বাস্থ্য - পিরোজপুরে জেলা পরিষদের উদ্যোগে স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ

পিরোজপুরে জেলা পরিষদের উদ্যোগে স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ

পিরোজপুর প্রতিনিধি 🔴

করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধকল্পে পিরোজপুরে জনসাধারনের জন্য স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ করেছে পিরোজপুর জেলা পরিষদ। গতকাল রবিবার জেলা পরিষদের সভাকক্ষে সীমিত পরিষরে এক অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন সরকারী দপ্তর, বেসরকারী প্রতিষ্ঠান ও জনপ্রতিনিধিদের হাতে এসব স্বাস্থ্য সুরক্ষা উপকরণ তুলে দেন পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. মহিউদ্দিন মহারাজ।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রেবেকা খানের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পিরোজপুর সিভিল সার্জন ডা. মো. হাসনাত ইউসুফ জাকি, পিরোজপুর প্রেসক্লাব সভাপতি মো. মুনিরুজ্জামান নাসিম, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা বেগম, দুর্গাপুর ইউপি চেয়ারম্যান চান মিয়া মাঝি।
সভায় সরকারী-বেসরকারী কর্মকর্তা, সাংবাদিক, ইউপি চেয়ারম্যান, পৌর কাউন্সিলরও জেলা পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে দ্বিতীয় ধাপে জেলা পরিষদের উদ্যোগে জেলার ৭টি উপজেলার জনসাধারণের মধ্যে বিতরণের জন্য এ স্বাস্থ্য সুরক্ষা উপকরণ দেয়া হচ্ছে। এসব উপকরণের মধ্যে রয়েছে মাস্ক, হ্যান্ডওয়াশ, হ্যান্ড স্যানিটাইজার এবং সাবান।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...