ব্রেকিং নিউজ
Home - অপরাধ - পিরোজপুরের র‌্যাবের অভিযানে ১২ কেজি গাঁজাসহ মাদককারবারি আটক

পিরোজপুরের র‌্যাবের অভিযানে ১২ কেজি গাঁজাসহ মাদককারবারি আটক

পিরোজপুর প্রতিনিধি 🟢

পিরোজপুরের ইন্দুরকানীতে ১২ কেজি গাঁজাসহ মো. জাকির হোসেন (৪৮) এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৮। গ্রেপ্তারকৃত মাদক কারবারি কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার পূর্ণমতি পশ্চিম পাড়া এলাকার মো. আব্দুর রাজ্জাকের ছেলে।

র‌্যাব-৮ বলছে, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় পিরোজপুরের ইন্দুরকানী থানার টগরা ফেরিঘাট এলাকায় মাদক কেনা-বেচা হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে র‌্যাব-৮-এর একটি দল টগড়া এলাকায় রাতে অভিযান চালালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারি জাকির হোসেন পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় র‌্যাব সদস্যরা তাকে টগরা ফেরিঘাটস্থ জনৈক মো. সামছুল হকের খাবার হোটেলের সামনে থেকে আটক করে। তার কাছ থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় র‌্যাব-৮, বরিশাল সিপিএসসি’র ডিএডি মো. এনামুল হক বাদী হয়ে পিরোজপুর জেলার ইন্দুরকানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আজ বৃহস্পতিবার একটি মামলা দায়ের করেন।

ইন্দুরকানী থানার ওসি মো. হুমায়ুন কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৮-এর দল জাকির হোসেন নামে একজনকে ১২ কেজি গাঁজাসহ আটক করে। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...