ব্রেকিং নিউজ
Home - উপকূল - পিরোজপুরে ডায়রিয়ার প্রকোপ

পিরোজপুরে ডায়রিয়ার প্রকোপ

পিরোজপুর প্রতিনিধি 🟢
শেষ চৈত্রের প্রচন্ড দাবদাহ ও বৃষ্টি দেখা না মেলায় পিরোজপুরের ৭টি উপজেলায় পানিবাহিত ডায়রিয়া রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পেতে শুরু করেছে। জেলায় গত ৭ দিনে সরকারি হিসেবে শিশুসহ ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে অন্তত ৩শ’৯৫ জন। অন্যদিকে, বেসরকারিভাবে এর সংখ্যা আরও বেশী। তথ্যসূত্রমতে, বেসরকারিভাবে ডায়রিয়ায় ৭ উপজেলায় এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন প্রায় সাড়ে ৬ শতাধিক।
জেলা সিভিল সার্জনের কন্ট্রোল রুম সূত্র আমাদের সময়কে জানায়, ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় জেলায় ৬৮টি মেডিকেল টিম কাজ করছে। গত ২৪ ঘন্টায় আরও আক্রান্ত হয়েছে প্রায় ৪৪ জন। তবে, আক্রান্তের মধ্যে শিশুর সংখ্যাই বেশী বলে জানান, জেলা হাসপাতালের কর্তব্যরত ডায়রিয়া ওয়ার্ডের নার্স মীরা রানী বড়াল। জেলা কন্ট্রোল রুম সূত্র জানায়, গত ১ মাসে ডায়রিয়া ওয়ার্ডে ১ হাজার, ২শ’ ৫২ জন রোগী চিকিৎসা নিয়েছেন। তবে চিকিৎসকরা জানান, বিষুদ্ধ খাবার পানির অভাব, বাসি খাবার, নোংরা পরিবেশসহ বিভিন্ন অসচেনতার কারনে ডায়রিয়ায় মানুষ বেশী আক্রান্ত হচ্ছে। তাদের পরামর্শ, ঋতু পরিবর্তনজনিত কারেনে ফ্রিজের ঠান্ডা খাবার থেকে বিরতসহ নিয়মিত হাত ধোয়ার অভ্যাস এবং বিষুদ্ধ খাবারের প্রতি সংবেদনশীল হতে হবে।
এদিকে, জেলা হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে নির্ধারিত ৭টি শয্যার স্থানে ২১টি শয্যা করা হলেও গত ১ সপ্তাহে রোগী ভর্তি ছিল ১শ’১৯ জন বলে জানান ওই ডিউটিরত নার্স মীরা রানী বড়াল।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...