ব্রেকিং নিউজ
Home - অপরাধ - মঠবাড়িয়ায় অপহরণ মামলার আসামি গ্রেফতার

মঠবাড়িয়ায় অপহরণ মামলার আসামি গ্রেফতার

মঠবাড়িয়া প্রতিনিধি <>

পিরোজপুরের মঠবাড়িয়ায় মো. ইউসুফ ফকির (৪০) নামে এক অপহরণ মামলার আসামি কে গ্রেফতার করেছে পুলিশ। আজ সোমবার সকালে উপজেলার দক্ষিন মিঠাখালী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ওই গ্রামের মৃত হামেদ ফকিরের ছেলে।

থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিদেশে লোক পাঠানো অর্থ লেনদেন নিয়া ইউসুফ ফকির ও হাবিবুর রহমানের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে গত শুক্রবার বিকালে ইউফুফ ও তার লোকজন প্রতিপক্ষ হাবিবুর রহমানের ছেলে তৌহিদুল ইসলাম বাসে ঢাকা যাবার পথে অপহরণ করে। পরে তারা পাশর্^বর্তী পাথরঘাটা থানার দক্ষিণ পাথরঘাটা নামক স্থানে নিয়ে যায়। সেখানে তাকে আটকে রেখে মারধর করে স্ট্যাম্পে স্বাক্ষর নেয়। পরে অপহরণকারিরা মাদ্রাসার সামনে ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রো তৌহিদকে আহত অবস্থায় উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এঘটনায় তৌহিদুলের বাবা হাবিবুর রহমান মাস্টার সোমবার সকালে ইউসুফ ফকিরসহ তিন জনের বিরুদ্ধে মঠবাড়িযা থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে ইউসুফকে গ্রেফতার করে আদলতে সোপর্দ করে।

এ ঘটনায় মঠবাড়িয়া থানার ইনেসপেক্টর (তদন্ত) মাজহারুল আমিন (বিপিএম) জানান, গ্রেফতারকৃত ইউসুফকে আদলতে সোপর্দ করা হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারের চেস্টা চলছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...