ব্রেকিং নিউজ
Home - উপকূল - ভাণ্ডারিয়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

ভাণ্ডারিয়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই


ভাণ্ডারিয়া প্রতিনিধি :
পিরোজপুরের ভাণ্ডারিয়া পৌরশহরে অগ্নিকাণ্ডে বসতঘর ভস্মিভূত হয়েছে। আজ সোমবার দুপুর একটার দিকে পৌর শহরের তিন নম্বর ওয়ার্ডের মালি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এতে অন্তত ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারটি দাবি করেচেন। তবে আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ক্ষতিগ্রস্ত গৃহকর্তা মালিক নান্টু মালি জানান, বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটে। আগুনের লেলিহান শিখা ও বাড়ির লোকজনের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসে। দ্রুত পুরো বসতঘরে আগুন ছড়িয়ে পড়ে। এসময় ঘরের লোকজন দ্রæত বের হয়ে আসায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পরে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও ব্যর্থ হয়।
খবর পেয়ে ভাণ্ডারিয়া ফায়ার স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে একঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগুনে বসতঘরসহ মূল্যবান মালামাল পুড়ে অন্তত ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এসময় প্রতিবেশীর দুটি ঘরও আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে।
ভাণ্ডারিয়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. পারভেজ আহম্মেদ বলেন, খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৩০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত ঘটেছে। তবে আগুনে ক্ষতিগ্রস্তরা ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে দাবি করেছেন। তবে ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিরূপণ করা সম্ভব হয়নি।
দেবদাস মজুমদার
আ লিক প্রতিনিধি,পিরোজপুর।
০১৭১২৫৮৫৯০১

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...