ব্রেকিং নিউজ
Home - উপকূল - পিরোজপুরে বালু বোঝাই পিকআপসহ ব্রিজ ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন

পিরোজপুরে বালু বোঝাই পিকআপসহ ব্রিজ ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন


পিরোজপুর প্রতিনিধি :
পিরোজপুর সদর উপজেলার চর লখাকাঠি গ্রামে ব্রিজ ভেঙে বন্ধ হয়ে গেছে হুলারহাট-দাউদপুর-কলাখালী সড়কের যান চলাচল। এতে মারাত্মক ভোগান্তিতে পড়েছে সড়কটি ব্যবহারকারী সদর উপজেলা কলাখালী ও টোনা ইউনিয়ন এবং পার্শ্ববর্তী নাজিরপুর ও নেছারাবাদ উপজেলার অনেক মানুষ। সোমবার সন্ধ্যার দিকে বালু বোঝাই একটি পিকআপ ভ্যান সেতুটিতে উঠলে, এটির মাঝ বরাবর ধ্বসে পড়ে। ফলে যান চলাচল বন্ধ হয়ে যায়। বিগত কয়েক বছর ধরেই সেতুটি ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলেও, সেখানে একটি নতুন সেতু নির্মাণের কোন উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। স্থানীয়রা জানায়, ব্রীজটি দীর্ঘদিন ধরে ঝুকিপূর্ণ অবস্থায় রয়েছে। সন্ধ্যার দিকে বালু নিয়ে একটি পিকআপ ব্রীজ পার হওয়ার সময় পিক আপ সহ ব্রীজটিভেঙে পরে। তবে কেউ হতাহত হয়নি।
পিরোজপুর সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদ জানান ব্রিজটি অনেক দিন ধরেই ঝুকপূর্ণ ছিল। ভারী যানবাহন চলাচল নিষেধ থাকার পরেও বালু বোঝাই পিকআপ ওঠার কারণে ব্রীজটি ভেঙে পড়েছে । সাধারণ মানুষের চলাচলের জন্য আজ মঙ্গলবার সকাল থেকে মেরামতের কাজ শুরু হবে এবং টেন্ডারের মাধ্যমে নতুন ব্রিজ নির্মাণ কাজ শীঘ্রই শুরু হবে।

 

 

 

 

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...