ব্রেকিং নিউজ
Home - উপকূল - মঠবাড়িয়ার পৌর বহুমূখী মার্কেট দুই বছর ধরে তালাবদ্ধ ! খুলে দেয়ার দাবিতে ব্যবসায়িদের মানববন্ধন

মঠবাড়িয়ার পৌর বহুমূখী মার্কেট দুই বছর ধরে তালাবদ্ধ ! খুলে দেয়ার দাবিতে ব্যবসায়িদের মানববন্ধন

মঠবাড়িয়া প্রতিনিধি :

পিরোজপুরের মঠবাড়িয়ায় এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের অর্থায়নে প্রায় সোয়া নয় কোটি টাকায় নির্মিত পৌরসভার বহুমুখী মার্কেট নির্মাণ সম্পন্নের দুই বছর পার হলেও মার্কেটি তালাবদ্ধ অবস্থায় পড়ে আছে। ফলে পৌরসভার মাছ ব্যাবসায়িসহ নিত্য প্রয়োজনীয় ব্যবসায়িরা চরম বিপাকে পড়েছেন। ইজারা ব্যবস্থার আওতায় না আনার ফলে সরকার ওই মার্কেট হতে রাজস্ব সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়িরা মার্কেটটি দ্রুত খুলে দেয়ার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে । আজ সোমবার মার্কেটের সম্মুখ সড়কের ঘন্টাব্যাপী মানববন্ধ ও সমাবেশে করেছেন।
শেষে সমাবেশে বক্তব্য দেন, পৌর প্রশাসক ও মঠবাড়িয়া মৎস্য ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মো. আরিফ উল হক, সাধারণ সম্পাদক ফুল মিয়া সরদার, মৎস্য ব্যবসায়ী নাসির উদ্দিন পিন্টু সরদার, মো. বাদল সরদার, মো. বাবর আলী, খোকন মিয়া, ইউনুস আলী প্যাদা প্রমুখ।

সমাবেশে বক্তারা বক্তারা বলেন, মার্কেট নির্মাণ হওয়ার পর গত দু‘বছর ধরে সরকারি বিভিন্ন পদস্থ কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ পরিদর্শণ করলেও অজ্ঞাত কারনে মার্কেটটি চালু করা হয়নি। মার্কেট নির্মাণের আগে সেখানে যুগযুগ ধরে মাছ,মাংশ ও নিত্যপ্রয়োজনীয় মালামালের বাজার ছিলো। পৌরসভা ব্যবসায়িদের সরিয়ে সেখানে একটি আধুনিক তিনতলা মার্কেট নির্মাণের উদ্যোগ নেয়। এসময় ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের ওই মার্কেটে স্টল দেওয়া হবে। সে লক্ষে একটি চক্র ব্যবসায়িদেও নিকট হতে লাখ লাখ টাকা হাতিয়ে নেন। কিন্তু প্রকৃত ব্যবসায়িদেও বাদ দিয়ে নতুন কওে প্রভাবশালী ব্যবসায়িদেও নামে দোকান বরাদ্দের চেষ্টা চালানো হলে মার্কেট চালুর করতে প্রশাসন জটিলতায় পড়ে।
কক্ষতিগ্রস্ত প্রকৃত ব্যবসায়িদেও দোকান বরাদ্দ দিয়ে দ্রুত সময়ে মধ্যে মার্কেট খুলে দেওয়ার জানিয়ে জানানো হয়। অন্যথায় ভবিষ্যতে কঠিন আন্দোলনে যাবার হুমকি দেয় দেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়িরা।

এ ব্যাপারে পৌর সভার নির্বাহী প্রকৌশলী মো. আবু সালেক বলেন, এশিয়ান ডেভেলপমেন্ট এর অর্থয়নে তিনতলা মার্কেটটি পৌরসভা বাস্তবায়ন করে। দুইবছর আগে নির্মাণ সম্পন্ন হয়। কিন্তু অদ্যবধি মার্কেটটি হস্তান্তর হয়নি। মার্কেটটি ইজারা ব্যবস্থা চালু করা হলে পৌরসভা ইজারার ৭০ ভাগ বাকি ৩০ ভাগ রাজস্ব খাতে জমা হবে। জেলা প্রশাসক মহোদয় ইজারা দিয়ে মার্কেটটি চালু করার কার্যকর পদক্ষেপ নিতে পারেন। কেন মার্কেটটি চালু হচ্ছেনা তা জানা নেই।

এ বিষয়ে মঠবাড়িয়া পৌর প্রশাসক মো. আরিফ উল হক বলেন, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সহায়তায় ৯ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে পৌর শহরের প্রাণ কেন্দ্রে নির্মিত ৩ তলা বিশিষ্ট বহুমূখী মার্কেটি খুলে না দেয়ায় পৌরসভা হারাচ্ছে মোটা অংকের রাজস্ব। অপরদিকে ব্যবসায়ীরা রাস্তার পাশে বসে যত্রতত্র ব্যবসা পরিচলনা করায় পরিবেশ নষ্ট হবার পাশাপাশি শহাে তীব্র যানজট সৃষ্টি হচ্ছে। দ্রুত মার্কেটটি খুলে দেয়ার জন্য উর্দ্ধতণ কর্র্তৃপক্ষর অনুরোধ জানাই।

এ ব্যাপারে পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান বলেন, মার্কেটটি জনস্বার্থে চালু হওয়া জরুরী। মার্কেটটি দ্রুত চালুর জন্য ইজারা কার্যক্রমের উদ্যোগ নেওয়া হচ্ছে। আশা করছি ব্যবসায়িদের স্বার্থে মার্কেটটি দ্রুত চালু করা হবে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...