ব্রেকিং নিউজ
Home - উপকূল - মঠবাড়িয়ায় অগ্নিকাণ্ডে ৭ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

মঠবাড়িয়ায় অগ্নিকাণ্ডে ৭ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

মঠবাড়িয়া প্রতিনিধি :
পিরোজপুরের মঠবাড়িয়ায় অগ্নিকাণ্ডে ৭ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই ছাই হয়েছে। রবিবার দিনগত রাত সাড়ে দশটার দিকে উপজেলার বাইশকুড়া বাজারে এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে ঔষধের দোকান,চায়ের দোকান ও মুদি মনোহরি দোকানসহ সাত ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ ভস্মিভূত হয়েছে। এতে প্রায় ২৫/৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িরা দাবি করেছেন।
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার দিনগত রাত নয়টার দিকে ব্যবসায়িরা দোকান বন্ধ করে বাড়ি চলে যান। হঠাৎ রাত সাড়ে দশটার দিকে হঠাৎ সাটি ব্যবসা প্রতিষ্ঠানে আগুন ছড়িয়ে পড়ে। পওর স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে ব্যার্থ হয়। মঠবাড়িয়া ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে একঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে স্থাপনা ও মালামাল সম্পূর্ণ ভস্মিূত হয়।
ক্ষতিগ্রস্ত ঔষধ ব্যবসায়ি মো. নাসির হোসেন অভিযোগ করেন, আগুন লাগার সাথে সাথে ফায়ার সার্ভিসকে খবর দিলেও তারা একঘন্টা পর ঘটনাস্থলে আসায় আগুন নিয়ন্ত্রণ করা যায়নি। আগুনে সাতটি দোকান মালামালসহ ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়িরা এখন পথে বসেছেন।

খবর পেয়ে আজ সোমবার সকালে উপজেলা চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ ব্যাপারে মঠবাড়িয়া ফায়ারি সার্ভিস এর স্টেশন কর্মকর্তা সোহেল আহম্মেদ বলেন, আমরা খবর পাওয়ার ১৫/২০ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...