ব্রেকিং নিউজ
Home - উপকূল - ভান্ডারিয়ায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে টিন ও নগদ অর্থ সহায়তা

ভান্ডারিয়ায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে টিন ও নগদ অর্থ সহায়তা

ভান্ডারিয়া প্রতিনিধিঃ
পিরোজপুরের ভান্ডারিয়ায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ নদমূলা শিয়ালকাঠী ইউনিয়নের ১শ’ ৩৫টি পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ টাকা প্রদান করা হয়েছে।

রবিবার বিকেলে উপজেলা নদমূলা ইউনিয়নের চরখালী চত্ত্বরে ভান্ডারিয়া উপজেলা পষিদের চেয়ারম্যান মিরাজুল ইসলামের প্রতিষ্ঠিত মিরাজুল ইসলাম ওয়েলফেয়ার ফউন্ডেশন এই সহয়তা প্রদান করেন।
ক্ষতিগ্রস্ত ৩ পরিবারে প্রত্যেককে ৪ বান্ডিল ঢেউটিন ও নগদ ২০ হাজার টাকা এবং ১৩২ টি পারিবারে ১ বান্ডিল ঢেউটিন ও ৫ হাজার টাকা করে সহায়তা দেয়া হয়।
এ সময় প্রধান অতিথি ছিলেন পিরোজপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মহারাজ। এছাড়াও উপস্থিত ছিলেন নদমূলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেজবা উদ্দিন আরিফ জোমাদ্দার, নদমূলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এমরান হোসেন তালুকদার, ইউপি সদস্য মনিরুল ইসলাম।
মহিউদ্দিন মহারাজ জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর আতঙ্ক বা ভয় পাওয়ার কিছু নেই আমরা সবসময় ক্ষতিগ্রস্তদের পাশে আছি এবং থাকবো। তিনি আরো বলেন, মহামারী করোনায়র সময় আমরা উপজেলা ৫২ হাজার পরিবারের বাড়িতে বাড়িতে খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছে। ভবিষ্যতেও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার আশ^াস দেন।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...