ব্রেকিং নিউজ
Home - উপকূল - কাউখালীতে সমুদ্রগামী বেকার জেলেদের মাঝে চাল বিতরণ

কাউখালীতে সমুদ্রগামী বেকার জেলেদের মাঝে চাল বিতরণ

কাউখালী প্রতিনিধি :

পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের ব্যবস্থাপনায় সমুদ্রগামী বেকার জেলেদের মাঝে পুনর্বাসন সহায়তা হিসেবে চাল বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার উপজেলার আমরাজুড়ি, কাউখালী সদর,চিরাপাড়া পারসাতুরিয়া ও শিয়ালকাঠী ইউনিয়নে ইউনিয়নের ১৪৩ জন জেলেদের মাঝে এ চাল চাল বিতরণ করা হয়। প্রত্যেক জেলেকে ৫৬ কেজি করে চাল বিতরণ করা হয়।
বিতরণ কর্মসূচিতে কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান,প্যানেল চেয়ারম্যান আকবর হোসেন দুলাল, ইউপি সদস্য মো. সাঈদ, ইউপি সচিব আশুতোষ বড়াল, প্রেসক্লাব সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার উপস্থিত ছিলেন।
এর বিষয়ে উপজেলা মৎস্য কর্মকতা হাফিজুর রহমান জানান, ২০ মে মাস থেকে ২৩ জুলাই মোট ৬৫ দিন সাগরের মাছ ধরা নিষিদ্ধকালীন সময় কাউখালী উপজেলার ১৯২ জন সমুদ্রগামী বেকার জেলেদের বিতরণ করা হচ্ছে। প্রথম দিনে ১৪৩জন বেকার জেলেরা চাল পেয়েছেন। এছাড়া সয়না রঘুনাথপুর ইউনিয়নে আরও ৪৯ জন জেলেদের মাঝে এ চাল বিতরণ করা হবে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...