
কাউখালী প্রতিনিধি :
পিরোজপুরের কাউখালীতে ইট বোঝাই ট্রলির চাপায় মো. মাইনুল হোসেন (১৮) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। আজ রবিবার সকালে কাউখালী নৈকাঠী আঞ্চলিক মহাসড়কের জয়কুল বেইলি সেতুর সন্নিকটে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল চালক জয়কুল গ্রামের অটো চালক আনোয়ার হোসেনের ছেলে ও জয়কুল কারিগরি স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন। তিনি ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলেন।
কাউখালী থানার অফিসার ইনচার্জ মো. জাকারিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বরিশাল শেরেবাংলা মেডিক্যালে কলেজ হাসপাতালে নেওয়ার পথে মাইনুলের মৃত্যু হয়। পরিবার থেকে কোনো অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’