ব্রেকিং নিউজ
Home - উপকূল - ভারতীয় প্রমোদতরী গঙ্গা বিলাসে চড়ে ২২ বিদেশি পর্যটক কাউখালীতে

ভারতীয় প্রমোদতরী গঙ্গা বিলাসে চড়ে ২২ বিদেশি পর্যটক কাউখালীতে

কাউখালী প্রতিনিধি :

পিরোজপুরের কাউখালীতে ভারত থেকে আসা বিশ্বের দীর্ঘ যাত্রার প্রমোদতরি ‘গঙ্গা বিলাস’ ২২ বিদেশি পর্যটক নিয়ে নোঙ্গও করেছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশনের কাউখালী স্টীমার ঘাটে বিদেশি পর্যটকবাহী এ প্রমোদতরী নোঙর করে। পর্যটকরা কাউখালী অবস্থান কওে স্থানীয় বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখছেন।
দীর্ঘ যাত্রার অংশ হিসেবে শুক্রবার সন্ধ্যায় কাউখালীতে নোঙর করে প্রমোদতরিটি। আজ শনিবার দিনভর কাউখালীর সন্ধ্যা নদীর পাশে সোনাকুর মৃৎ শিল্পীদের গ্রাম পরিদর্শন, শ্রী গুরু কেন্দ্রীয় আশ্রম এবং স্থানীয় বিভিন্ন হাট-বাজার পরিদর্শনসহ হিন্দু সম্প্রদায়ের বেশ কয়েকটি মন্দির পরিদর্শন করেন পর্যটকটরা।

জানা গেছে, ১ এপ্রিল কলকাতা থেকে নরওয়ের ১৯ জন, একজন ব্রীটিশ ও দুইজন কানাডিয়ান পর্যটক নিয়ে যাত্রা শুরু করে গঙ্গা বিলাস। পরে ৪ এপ্রিল মঙ্গলবার খুলনার কয়রার আংটিহারা বন্দর হয়ে বুধবার মোংলা বন্দরে প্রবেশ করে জাহাজটি। শুক্রবার পূর্ব সুন্দরবনের করমজল ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র ভ্রমণ শেষে বিকেলে কাউখালীর উদ্দেশ্য ছেড়ে আসে ।
৬২ মিটার দৈর্ঘ্য ও ১২ মিটার প্রস্থের এ প্রমোদতরী তিনটি ডেকসহ পাঁচ তারকা মানের জাহাজ। ২৮টি বিলাসবহুল কামরার পাশাপাশি আধুনিক রেস্তোরাঁ, পানশালা, স্পা সেন্টারসহ নানা সুযোগ-সুবিধা সম্বলিত এ পর্যটকবাহী জাহাজ।
আজ শনিবার কাউখালী বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে জাহাজটি। এরপর ১১ এপ্রিল নারায়ণগঞ্জ ও সোনারগাঁও ঘুরে ১২ এপ্রিল ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিজ দেশে ফিরে যাবেন এ পর্যটকরা। এরপর খালি জাহাজ ফিরে যাবে ভারতে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...