ব্রেকিং নিউজ
Home - অপরাধ - কাউখালীতে স্কুলছাত্রীকে হয়রাণির দায়ে অটোচালকের ৬মাসের কারাদণ্ড

কাউখালীতে স্কুলছাত্রীকে হয়রাণির দায়ে অটোচালকের ৬মাসের কারাদণ্ড

কাউখালী প্রতিনিধি :

পিরোজপুরের কাউখালীতে স্কুলছাত্রীকে উত্যক্ত করার অপরাথে জাকির হোসেন(৪৪) নামে এক অটোরিকশা চালককে ছয় মাসের কারাদণ্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
আজ শনিবার দুপুরে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইউএনও নিগার সুলতানা এ কারাদণ্ডাদেশ দেন। দণ্ডিত জাকির হোসেন উপজেলার দাসেরকাঠি গ্রামের মোসলেম হাওলাদার এর ছেলে।

জানা গেছে, উপজেলার সদরের কলেজ পাড়ার ভূক্তভোগি স্কুলছাত্রীকে উপজেলার দাসের কাঠি গ্রামের মোসলেম হাওলাদারের ছেলে অটো রিকশাচালক জাকির হাওলাদার স্কুলে যাওয়া আসার পথে প্রায়ই উত্যক্ত করে আসছিলো। এতে মেয়েটির মানসিক চাপ ও লেখাপড়ায় ক্ষতি হওয়ায় সে তার পরিবারের কাছে বিষয়টি জানায়। ওই স্কুলছাত্রীর বাবা তাৎক্ষণিকভাবে থানায় অভিযোগ জানালে পুলিশ অভিযুক্ত অটোচালককে শহরের কলেজ মোড় থেকে গ্রেফতার করে । পরে তাকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় হাজির করা হয়।

অভিযোগ প্রমানিত হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার সুলতানা ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযুক্ত অটো চালক জাকির হাওলাদার কে ছয় মাসের কারাদণ্ড প্রদান কর্ েকারাগারে পাঠায়।

 

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...