ব্রেকিং নিউজ
Home - অপরাধ - মঠবাড়িয়ায় বিপুল পরিমান মাদকসহ একই পরিবারের ৫মাদককারবারি গ্রেফতার

মঠবাড়িয়ায় বিপুল পরিমান মাদকসহ একই পরিবারের ৫মাদককারবারি গ্রেফতার


মঠবাড়িয়া প্রতিনিধি :

পিরোজপুরের মঠবাড়িয়ায় বিপুল পরিমান মাপদক সহ একই পরিবারের পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দিনগত রাতে ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে পৌরশহরের দক্ষিণ বন্দর স্লুইজগেট এলাকার বাসিন্দা মাদক কারবারি রত্তন হাওলাদার এর বসত ঘরে অভিযান চালিয়ে এ মাদক উদ্ধার করে।

থানা সূত্রে জানাগেছে, মঙ্গলবার দিনগত রাতে মঠবাড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহিম ডিবি (দক্ষিণ)-এর একটি দল নিয়ে শহরের দক্ষিণবন্দও মহল্লার স্লুইজগেট এলাকায় এ অভিযান চালায় এসময় বসত ঘরের একটি সুরঙ্গে মজুদকৃত ২ হাজার ৫০০ পিস ইয়াবা ও ১২ গ্রাম নিষিদ্ধ মিথাইল আইস ও সাড়ে ৪ কেজি গাঁজা উদ্ধার করে। এসময় মাদক সেবনের বিভিন্ন সরঞ্জামাদি এবং মাদক বিক্রির নগদ ৪৫ হাজার টাকা উদ্বার করা হয়।

এসময় মাদককারবারি রওন হাওলাদার (৬৫), স্ত্রী নূরজাহান বেগম (৬০), তার মেয়ে আসমা আক্তার (২৩), ছেলে আবুল বাসার (২৮) ও অটোচালক মো. মাহাবুব হাওলার (৩২)কে গ্রেফতার করে পুলিশ।

এ ঘটনায় মঠবাড়িয়া থানার উপ-পরিদর্শক জোতির্ময় হাওলাদার বাদি হয়ে মাদক আইনে আজ বুধবার মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করেছেন। অভিযুক্ত আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে।

পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মাদ ইব্রাহিম জানান, গোপন সংবাদ পেয়ে পৌরসভার দক্ষিণবন্দর মহল্লার বাসিন্দা রত্তন হাওলাদারের বসত ঘরে অভিযান চালিয়ে মাদক উদ্ধার ও একই পরিবারের পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা পেশাদার মাদককারবারি।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...