ব্রেকিং নিউজ
Home - উপকূল - মঠবাড়িয়ায় দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত

মঠবাড়িয়ায় দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত


মঠবাড়িয়া প্রতিনিধি 🔴🟢
মঠবাড়িয়ায় খামারিদের উদ্বুদ্ধ করতে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার প্রণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প এর সহযোগিতায় উপজেলা ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গনে এ মেলার আয়োজন করে। মেলায় ৩৫টি স্টলে উপজেলার বিভিন্ন এলাকার গাভী খামারিরা তাদের খামারে উৎপাদিত উন্নত মানের গাভী, ছাগল, ভেড়া, ঘোড়া, কবুতর, ঘুঘু, হাঁস, মুরগি ও সৌখিন প্রাণি বিড়াল, খরগোশ, টিয়া, ময়না নিয়ে আসেন।
উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহম্মেদ প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিক এর সভাপতিতে বক্তব্য দেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা এমাদুল হক খান, থানা অফিসার ইনচার্জ নুরুল ইসলাম বাদল, উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাত, ভেটেরিনারি সার্জন ডা. শ্যামল চন্দ্র দাস, খামারি নুরজাহান প্রমূখ।

মেলায় উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মোহা. নুর আলম বলেন, এ প্রাণিসম্পদ প্রদর্শনীর মাধ্যমে এই অঞ্চলের মানুষ উন্নত প্রজাতির পশুপালনে উৎসাহিত হবে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...