ব্রেকিং নিউজ
Home - উপকূল - পিরোজপুরের ৭ নারী বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা ও সন্মাননা তুলে দিলেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক

পিরোজপুরের ৭ নারী বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা ও সন্মাননা তুলে দিলেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক


পিরোজপুর প্রতিনিধি 🔴🟢
পিরোজপুরে স্বাধীনতা যুদ্ধে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় ৭ জন নারী বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা ও সন্মাননা পুরষ্কার তুলে দেয়া হয়েছে। মঙ্গলবার সকালে পিরোজপুর জেলা প্রশাসকের হল রুমে এক আনন্দঘন ও ভিন্ন পরিবেশে ভার্চুয়ালী প্লাট ফর্মের মাধ্যমে প্রধান অতিথি মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এ সম্মাননা প্রদান করেন। মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন্নেসা ইন্দীরার সভাপতিত্বে ঢাকায় ভার্চুয়ালী জমকালো সন্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠীত হয়েছে। সন্মাননা গ্রহনকারী বীরমুক্তিযোদ্ধারা হলেন-তারামনি মিস্ত্রী (ভান্ডারিয়া), আলেয়া বেগম (ভান্ডারিয়া), রেনুকা চক্রবর্তী (ভান্ডারিয়া), আয়শা পারভীন (মঠবাড়িয়া), ছালেহা বেগম (মঠবাড়িয়া), রোকেয়া বেগম (মঠবাড়িয়া) ও রেজিনা আনছারি (মঠবাড়িয়া)।
এসময় পিরোজপুরের জেলা প্রশাসক মোঃ জাহেদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মনিরা পারভীন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক জাকির হোসেন, মুক্তিযোদ্ধা সমীর কুমার দাস বাচ্চু ও এম এ রব্বানী ফিরোজ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমএ হাকিম হাওলাদার, মুক্তিযোদ্ধাদের স্বজন ও সংবাদকর্মীগন উপস্থিত ছিলেন। পরে একজন মহিলা মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধকালীন তার অনুভূতি প্রকাশ করে বক্তব্য প্রদান করেন।
পরে জেলা প্রশাসক মোঃ জাহেদুর রহমান প্রধান অতিথি মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এর পক্ষে উপস্থিত ৭ জন নারী বীর মুক্তিযোদ্ধাদের হাতে একগুচ্ছ ফুল, ক্রেষ্ট, শীতের চাদর, শ্ািড় ও লাল-সবুজের মাস্ক তুলে দেন।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...