ব্রেকিং নিউজ
Home - উপকূল - ভান্ডারিয়ায় প্রথম একজন করোনা পজিটিভ ১৩ বাড়ি লকডাউন

ভান্ডারিয়ায় প্রথম একজন করোনা পজিটিভ ১৩ বাড়ি লকডাউন

দেবদাস মজুমদারঃ পিরোজপুরের ভান্ডারিয়ায় করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমনে প্রথম রোগি সনাক্ত হয়েছে । পৌর শহরের জাামিরতলা মহল্লায় ওই যুবকের(২৭) সে ট্রাকের হেলপার হিসেবে পার্শ্ববর্তী মঠবাড়িয়া ধানিসাফা এলাকার ফকির ট্রেডার্স নামে একটি পরিবহন ট্রাকের হেলপার হিসেবে করত। গত ১১ এপ্রিল সে জ্বর সর্দি কাশি নিয়ে শনিবার রাজধানীর নারায়নগঞ্জ এলাকা থেকে নিজ বাড়িতে আসেন। এ ঘটনায় প্রশাসন আজ বুধবার ১৩টি বাড়ি লকডাউন ঘোষণা করেছে।
হাসপাতাল সূত্রে জানাগেছে, স্থানীয় বাসিন্দারা বিষয়টি প্রশাসনকে অবহিত করলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টীম তার নমুনা সংগ্রহ করে বরিশাল শেরেবাংলা মেডিকেল করেজ হাসপাতালে পাঠান। মঙ্গলবার রাতে সেখানে নমুনা পরীক্ষার পর করোনা সংক্রমন পজিটিভ পাওয়া যায়।
এদিকে ভাÐারিয়ায় প্রথম করোনা রোগি সনাক্ত হওয়ায় এলাকায় আতংক ছড়িয়ে পরে। প্রশাসন এ ঘটনায় সংক্রমিত যুবকের বাড়িসহ আশপাশে আরও ১৩টি বাড়ি কঠোর নজরদারি বজায় রেখে লকডাউন করে রেখেছে।
ভাÐারিয়া তে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এইচ এম জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আক্রান্ত যুবকের বাড়িসহ ১৩টি বাড়ি লকডাউন এর আওতায় আনা হয়েছে। আক্রান্ত ব্যাক্তিকে একটি কক্ষে আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। লকডাউনের ১৩টি পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে।

Leave a Reply

x

Check Also

লাইটার জাহাজের ধাক্কায় চরখালী ফেরিঘাটের গ্যাংওয়ে বিধ্বস্ত 🔴 যানবাহন চলাচল বন্ধ

বিশেষ প্রতিনিধি : পিরোজপুরের ভাণ্ডারিয়ার কঁচা নদীর চরখালী-টগরা ফেরিঘাটের চরখালী ঘাটে একটি জাহাজের ধাক্কায় ফেরির ...