ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - জেলা প্রশাসক এর সুদৃষ্টি কামনায় মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক

জেলা প্রশাসক এর সুদৃষ্টি কামনায় মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক

পিরোজপুরের জেলা প্রশাসক মহোদয়ের সুদৃষ্টি কামনা করে মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম তার ফেসবুক একাউন্টে এই লেখাটি প্রকাশ করেন,

 

#মাননীয়_জেলা_প্রশাসক_মহোদয়ের_সুদৃষ্টি_কামনায়ঃ
বিশ্ব মহামারি করোনা মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু তনয়া, জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় সারা বাংলাদেশে বিভিন্ন পর্যায়ে কার্যক্রম চলমান আছে।

মাননীয় প্রধানমন্ত্রী ক্ষতিগ্রস্থ সকল পর্যায়ে প্রনোদনার ব্যবস্থা করেছেন। যারা কর্মহীন হয়েছেন তাদের ঘরে ঘরে খাবার পৌছে দেয়ার ব্যবস্থা করেছেন। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের মাধ্যমে সরকারি সহায়তা অব্যাহত রেখেছেন।

কিন্তু অনেক অসহায় মানুষ সরকারের এই সহায়তার বাইরে থেকে যাচ্ছে। যে সকল শ্রমিক বাইরের জেলা /উপজেলা থেকে এসে এই উপজেলায় কাজ করে। লকডাউনের কারণে কাজ বন্ধ। কিন্তু তারা বাড়িতেও ফিরতে পারছেনা। তারা স্থানীয় বাসিন্দা নয় বিধায় জনপ্রতিনিধিরা তাদের সহায়তা দিচ্ছেনা। এদের মধ্যে রয়েছে বাস, রিকশা, অটোরিকশা, টেম্পু, ট্রাক, ভ্যান,মোটরসাইকেল, প্রেস, নির্মাণ-শ্রমিকসহ আরও অনেকে।

এছাড়া রেমিটেন্স যোদ্ধারা বিশ্বের বিভিন্ন দেশে লকডাউন অবস্থায় আছেন। তাদের অনেকের পরিবার সমস্যায় আছে। বিদেশ থেকে টাকা পাঠাতে পারছেনা। আবার দেশে টাকা থাকলেও অনেক ব্যাংক বন্ধ থাকায় ঐ সকল পরিবার টাকা তুলতে পারছেনা। এই পরিবারগুলোর ব্যাপারে খোঁজখবর নেয়া যায় কিনা, জেলা প্রশাসক মহোদয়ের নিকট আবেদন। আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অফিসার ইন-চার্জ মঠবাড়িয়া থানা, এদের মাধ্যমে এই সকল পরিবারের জন্য সহায়তা পৌছে দেয়ার অনুরোধ জানাচ্ছি।
এদের সকলের বিষয়ে এ দুজন কর্মকর্তা-ই অবগত আছেন। তারা নিরলস পরিশ্রম করছেন।

সরকার করোনা মোকাবিলার পাশাপাশি দেশের অর্থনীতির চাকাও সচল রাখতে আগ্রহী। যার ধারাবাহিকতায় বিভিন্ন পোর্টের কন্টেইনার লোড/আনলোডের কাজ সরকার স্বাস্থ্যবিধি মেনে চালানোর ব্যবস্থা করছেন।পদ্মাসেতু সহ অনেক উন্নয়ন কাজই স্বাভাবিক গতিতে চালানোর ব্যাবস্থা নিয়েছেন। বোরো ধান কাটতে শ্রমিক সংকট না হয় সে ব্যাপারে সরকার পদক্ষেপ নিয়েছেন। বিষয়টি বিবেচনায় রেখে সরকারি চলমান উন্নয়ন কর্মকান্ডে স্বাস্থ্যবিধি মেনে চালানো গেলে অনেক শ্রমিকই বেকার হতোনা।

সর্বোপরি মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য দিকনির্দেশনায় আমরা করোনা বিরোধী যুদ্ধে জয়ী হবো “ইনশাআল্লাহ”। তবে সময়োপযোগী এবং কার্যকরী পদক্ষেপ নিতে হবে এবং সকলে মিলে তা বাস্তবায়ন করতে হবে।

অনুরোধক্রমে,
মোঃ আজিজুল হক সেলিম মাতুব্বর
সাধারণ সম্পাদক
উপজেলা আওয়ামীলীগ,মঠবাড়িয়া।

 

 

Leave a Reply

x

Check Also

লাইটার জাহাজের ধাক্কায় চরখালী ফেরিঘাটের গ্যাংওয়ে বিধ্বস্ত 🔴 যানবাহন চলাচল বন্ধ

বিশেষ প্রতিনিধি : পিরোজপুরের ভাণ্ডারিয়ার কঁচা নদীর চরখালী-টগরা ফেরিঘাটের চরখালী ঘাটে একটি জাহাজের ধাক্কায় ফেরির ...