ব্রেকিং নিউজ
Home - উপকূল - করোনা আতঙ্ক ভান্ডারিয়ায় দুই বাড়ি লকডাউন

করোনা আতঙ্ক ভান্ডারিয়ায় দুই বাড়ি লকডাউন

পিরোজপুরের ভাÐারিয়ায় করোনা আতঙ্কে দুই বাড়ি লকডাউন করেছে প্রশাসন । ভাÐারিয়া পৌরশহরের লক্ষিপুরা মহল্লার দুটি বাড়ি পুলিশ প্রহরায় শুক্রবার রাত থেকে লকডাউন করে রাখা হয়েছে। এতে শহরের বাসিন্দাদের মাঝে করোনা আতংক বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শহরের লক্ষিপুরা মহল্লার ফয়জর লাহারীর ছেলে মো.শামীম লাহারী (৪৫) জ্বর,সর্দি কাশি আক্রান্ত হয়ে সাতক্ষীরা থেকে নিজ বাড়িতে আসেন। এছাড়া একই মহল্লার হাচান বাবুর্চির মেয়ের জামাতা হৃদয় ঢাকা থেকে বাড়িতে আসলে করোনা আতঙ্কে এলাকাবাসি স্থানীয় প্রশাসনকে অবহিত করে। প্রশাসন খবর পেয়ে ওই বাড়ী দুটিতে লাল পতাকা টানিয়ে লক ডাউন ঘোষনা করেন। এসময় ভাÐারিয়া থানার উপ-পরিদর্শক বিপুল চক্রবর্তী ও স্বাস্থ্য সহকারী ছিদ্দিকুর রহমানসহ স্বাস্থ্য বিভাগ ও থানা পুলিশের দু’টি দল বাড়ি দুটি পরিদর্শন করেন।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এইচ এম জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, পরিবার দু’টিকে আগামী ২৫ এপ্রিল পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরিবার দুটোকে খাদ্য সামগ্রী পৌছে দেয়া হবে।
উল্লেখ্য লঞ্চ,বাসসহ সকল প্রকার গণপবিরহন বন্ধ থাকলেও কিছু মানুষ প্রতিদিন কৌশলে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকা থেকে এ্যম্বুলেন্স, এবং নৌপথে ট্রালার যোগে গ্রামে ফিরছে যা এলাকায় এখন নতুন আতংক।

Leave a Reply

x

Check Also

লাইটার জাহাজের ধাক্কায় চরখালী ফেরিঘাটের গ্যাংওয়ে বিধ্বস্ত 🔴 যানবাহন চলাচল বন্ধ

বিশেষ প্রতিনিধি : পিরোজপুরের ভাণ্ডারিয়ার কঁচা নদীর চরখালী-টগরা ফেরিঘাটের চরখালী ঘাটে একটি জাহাজের ধাক্কায় ফেরির ...