পিরোজপুর শহরের বিভিন্ন স্থানে আশ্রয় নেয়া মানসিক ভারসাম্যহীন ও ভবঘুরেদের মাঝ রাতে ঘুরে ঘুরে খাবার দেন পিরোজপুরের জেলা প্রশাসকআবু আলী মো: সাজ্জাদ হোসেন । দিনের ব্যস্ততা কাটিয়ে প্রতি মধ্যরাত অবধি তিনি এ মহতী কাজটি করছেন।
পিরোজপুর শহরের কৃষ্ণচুড়া মোড়, পুরাতন ডিসি অফিস, থানা সড়ক, সিও অফিস ও পুরাতন বাসস্ট্যান্ড সহ বিভিন্ন এলাকা ঘুরে তিনি ছিন্নমূল মানুষ , মানসিক বীকারগ্রস্তদের মুখে খাবার তুলে দিচ্ছেন। মহতী উদ্যোগ এ বিপন্ন সময়ে।
আমরা যদি ভাবি – করোনা ভাইরাস সংক্রমণ রোধকল্পে শহরের হোটেল-রেঁস্তোরা বন্ধ থাকায় এ সব ভারসাম্যহীন ও ভবঘুরেদের বর্তমানে না খেয়ে থাকতে হচ্ছে। প্রতিদিন রাতে পিরোজপুর শহরের বিভিন্ন স্থানে আশ্রয় নেয়া মানসিক ভারসাম্যহীন ও ভবঘুরেদের মাঝ রাতে ঘুরে ঘুরে সেইসব বিপন্ন মানুষকে ডিসি মহোদয় খাবার দেন।
পিরোজপুর শহরের এই অভুক্ত মানসিক ভারসাম্যহীন ও ভবঘুরেদের প্রতিদিন রাতে খাবার দেয়ার জন্য স্থানীয় যুব সংগঠন “পিরোজপুর ইয়ূথ সোসাইটি” নামে একটি মানবিক সংগঠ এ কাজে সহায়তাও করে চলেছেন।
পিরোজপুর ইয়ূথ সোসাইটির প্রধান সমন্বয়কারী মো: হাসিবুল ইসলাম হাসান জানান, শুধ ভবঘুরে মানুষই নন শহরে ভাসমান কুকুর বিড়ালদের মাঝেও প্রতিদিন রান্নাকরা খাবার বিতরন করে।
আমাদের ক্ষুধার্ত প্রাাণিকূল অভূক্ত থাকবেনা। প্রতিটি প্রাণের মূল্য আমাদের সবার কাছে মূল্যবান হয়ে উঠুক।
অশেষ কৃতজ্ঞতা এই সব সামাজিক উদ্যোক্তা মহতী মানুষের প্রতি। বিধাতা আপনাদের নিশ্চয় মঙ্গল করবেন। কারন তিনি আপনাদের আমার প্রাণস্পর্শী আবেদন শুনছেন।
দেবদাস মজুমদার
উপদেষ্টা সম্পাদক,
আজকের মঠবাড়িয়া