ব্রেকিং নিউজ
Home - উপকূল - ত্রাণ দেওয়ার আগে পুলিশকে জানানোর অনুরোধ

ত্রাণ দেওয়ার আগে পুলিশকে জানানোর অনুরোধ

আজকের মঠবাড়িয়া অনলাইন <>

করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় ছুটি ও অঘোষিত লকডাউনের সময় অসহায় মানুষকে ত্রাণ সহায়তা দিতে হলে আগে পুলিশকে জানানোর অনুরোধ করেছে পুলিশ সদর দপ্তর। ত্রাণ বিতরণের মাধ্যমে ঝুঁকি ছড়িয়ে পড়া এবং বিশঙ্খলা এড়াতে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। আজ বৃহস্পতিবার পুলিশ দপ্তরের এক প্রেসনোটের মাধ্যমে এ আহ্বান জানানো হয়।

প্রেসনোটে সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া অ্যান্ড পিআর) মো. সোহেল রানা বলেছেন, বর্তমান করোনা পরিস্থিতিতে নিত্য প্রয়োজনীয় সেবা ও সাহায্য নিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছেন অনেকেই। দাঁড়াচ্ছে সেবাধর্মী অনেক প্রতিষ্ঠানও। খাদ্য ও সেবা বিতরণ করতে গিয়ে অনেক ক্ষেত্রেই লোক সমাগমের সুযোগ সৃষ্টি হচ্ছে এবং সোশ্যাল ডিসটেন্সিং এর নির্দেশনা যথাযথভাবে প্রতিপালন করা হচ্ছে না যা বর্তমান প্রেক্ষিতে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাই, যে কোনো প্রকার ত্রাণ ও সেবা বিতরণমূলক কাজের ক্ষেত্রে আগেভাগেই প্রশাসন ও পুলিশকে অবগত করে প্রয়োজনীয় সহযোগিতা নিতে সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হচ্ছে।

মন্তব্য

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...