ব্রেকিং নিউজ
Home - উপকূল - আপনাদের জন্য বের হয়েছি …..ঠিক থাকলে আশা করি আপনাদের হাতে পৌছাতে পারবো

আপনাদের জন্য বের হয়েছি …..ঠিক থাকলে আশা করি আপনাদের হাতে পৌছাতে পারবো

মেহেদী হাসান(সাদা কাঁক)ঃ করোনা মহামারী কালীন মধ্যবিত্ত শ্রেনীর খাদ্য সংকট মোকাবেলায় পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার রিপন বিশ্বাস তার ফেসবুক একাউন্টে গতকাল একটি পোষ্ট দেন যেখানে তিনি উল্লেখ করেন, “যাদের দুয়ারে এখন পর্যন্ত কোন ধরনের সরকারি/বেসরকারি সাহায্য পৌঁছায় নাই, পেটে ক্ষুধা মুখে লাজ এমন মধ্যবিত্ত/ নিন্ম মধ্যবিত্ত শ্রেণীর যে কেউ যেকোন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের জন্য মোবাইলে SMS/ মেসেঞ্জারে ইনবক্স করুন / অথবা কাগজে নাম, ঠিকানা মোবাইল নম্বর লিখে পাঠান। 01750997134 (কেউ জানবে না, কেউ কিছু বুঝবেনা আপনার বাসায় দ্রব্যসামগ্রী পৌছে যাবে) ২৪ ঘন্টা আপনার সেবায় নিয়োজিত আছি।”

প্রতিশ্রুতি অনুযায়ী ২৪ ঘন্টা পেরুতে না পেরুতেই আজ বৃহস্পতিবার সন্ধ্যায় মধ্যবিত্তের বাড়ি বাড়ি খাবার পৌছে দেবার ব্যাবস্থা করে একটি ফেসবুক পোষ্টে লিখেন, “আপনাদের জন্য বের হয়েছি। আপনাদের দেওয়া নাম-ঠিকানা-মোবাইল নাম্বার ঠিক থাকলে আশা করি আপনাদের হাতে পৌছাতে পারবো।”

নিন্মমধ্যবিত্ত খেটে খাওয়া মানুষের দুয়ারে খাভবার পৌছে দেয়ার এই পদক্ষেপ সর্ব মহলে প্রশংসিত হচ্ছে। খাদ্যদ্রব্য ও অন্যান্ন সামগ্রী পাবার পর আব্দুর রাজ্জাক নামক এক ব্যক্তি তার ফেসবুকে পোষ্ট করে লিখেন, “একজন মানবদরদী উপজেলা নির্বাহী অফিসার মঠবাড়িয়া,জনাব রিপন বিশ্বাস,যেই কথা সেই কাজ আমার দেখা চোখে একজন ভাল মানুষ বিকাল বেলা যার সাথে কথা হয়,, রাত্র ৮ টার মধ্যে যার অকৃত্তিম প্রচেষ্টায় বাসায় বসেই পেয়ে গেলাম।অনেক ধন্যবাদ স্যার আপনাকে।”

উল্লেখ্য করোনা ভাইরাস বা কোভিড-১৯ সংক্রমণ ঠেকাতে চলছে সাধারণ ছুটি। সব নাগরিককে ঘরে থাকার নির্দেশনা দেয়া হয়েছে। এতে কর্মহীন হয়ে পড়েছে নিম্ন আয়ের মানুষ। অনেকের বন্ধ হয়ে গেছে আয়ের পথ।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...