ব্রেকিং নিউজ
Home - উপকূল - পিরোজপুরে অসহায়দের খাদ্যসামগ্রী দিলেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী

পিরোজপুরে অসহায়দের খাদ্যসামগ্রী দিলেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী

পিরোজপুর প্রতিনিধি <>

পিরোজপুরে মরণব্যাধী করোনাভাইরাস প্রতিরোধ কর্মসূচিতে শ্রমিক ও নিম্নআয়ের অসহায় মানুষের মাঝে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিমের ব্যক্তিগত উদ্যোগে বিনামূল্যে দৈনন্দিন খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, লবণ ও তেল।

আজ শনিবার সকালে জেলাব্যাপী বিভিন্ন স্পটে রিকশাওয়ালা, শ্রমিক ও অসহায় দুঃস্থ নারী-পুরুষের মধ্যেও করোনা সংক্রমণ প্রতিরোধে জীবাণুমুক্ত উপকরণাদিসহ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় তার পক্ষে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ হাকিম হাওলাদার, জেলা যুবলীগ সভাপতি আক্তারুজ্জামান ফুলু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খান বাদশা, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক গৌতম চৌধুরী, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ভিপি এস এম বায়েজিদ হোসেন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনিকুজ্জামান অনিক, মো. তৌহিদুল ইসলাম হিরু, জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল আহসান জিয়াসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

x

Check Also

লাইটার জাহাজের ধাক্কায় চরখালী ফেরিঘাটের গ্যাংওয়ে বিধ্বস্ত 🔴 যানবাহন চলাচল বন্ধ

বিশেষ প্রতিনিধি : পিরোজপুরের ভাণ্ডারিয়ার কঁচা নদীর চরখালী-টগরা ফেরিঘাটের চরখালী ঘাটে একটি জাহাজের ধাক্কায় ফেরির ...