ব্রেকিং নিউজ
Home - উপকূল - কাউখালীতে করোনা ভাইরাস সংক্রমন রোধে পুলিশের সচেতনতামূলক প্রচারণা

কাউখালীতে করোনা ভাইরাস সংক্রমন রোধে পুলিশের সচেতনতামূলক প্রচারণা

কাউখালী প্রতিনিধি <>
পিরোজপুরের কাউখালীতে চলমান করোনা ভাইরাস সংক্রমন রোধে পুলিশের উদ্যোগে সতেনতামূলক প্রচারনা চলছে। আজ শনিবার থানার অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলামের নেতৃত্বে শহরের দক্ষিণ বাজার ও উত্তর বাজারসহ বিভিন্ন স্পটে মাইকিং, লিফলেট বিতরণ, মাস্ক পড়তে উসৎসাহিত করাসহ সামাজিক দূরত্ব বজায় রাখার বিভিন্ন প্রচার প্রচারণা চালানো হয়। এ প্রচারণা কাজে কাউখালী থানার সকল পুলিশ সদস্যরা অংশ নেন।

কাউখালী থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম বলেন, করোনা ভাইরাস থেকে বাঁচতে সামাজিক দুরত্ব বজায় রাখতে এবং অপ্রয়োজনে বাড়ির বাইরে বের না হতে জনসাধারণকে অনুরোধ জানানো হচ্ছে। আমাদের দেশের অনেক মানুষ এ ভাইরাস সম্পর্কে এখনও অবগত নন। তাই আমরা জনগণের দাড় গোড়ায় এ ভাইরাসের প্রাদুর্ভাব সম্পর্কে সচেতন করার লক্ষে প্রচার প্রচারনা চালাচ্ছি। সেই সাথে বাজার মনিটরিংসহ জনসমাগম রোধে জনসাধারণকে উদ্বুদ্ধ করা হচ্ছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...