ব্রেকিং নিউজ
Home - উপকূলের মুখ - আজ সাংবাদিক নাসিম আলীর ৫৮তম জন্মদিন

আজ সাংবাদিক নাসিম আলীর ৫৮তম জন্মদিন

আহাদুল ইসলাম শিমুল> পিরোজপুর ও সুন্দরবন উপকূলের বিশিষ্ট সাংবাদিক মো. মুনিরুজ্জামান নাসিম আলীর জন্মদিন আজ মঙ্গলবার(১৫ জুন) । ৫৮ বছর বয়সী সাংবাদিক নাসিম আলী সুন্দরবন ও উপকূলীয় জনজীবন নিয়ে সাংবাদিকতার বিশেষ অবদান রেখে চলেছেন।
১৯৫৯ সালের ১৪ জুন এই দিনে পিরোজপুর সদর থানা সড়কের পৈত্রিক নিবাসেতিনি জন্ম গ্রহন করেন । তাঁর বাবা প্রয়াত আইনজীবী জয়নুল আবেদিন, মাতা মরিয়াম বেগম। ২ ভাই ৩ বোনের মধ্যে নাসিম আলী সর্ব কনিষ্ট। একমাত্র মেয়ে মাইশা মুনির ও স্ত্রী ফৌজিয়া জামানকে নিয়ে তার সংসার জীবন।
ছোট বেলা থেকেই লেখালেখির সাথে যুক্ত। ১৯৯৫ সালের ২৫ অক্টোবর থেকে বাংলাদেশের ঐহিহ্যবাহী পত্রিকা দৈনিক ইত্তেফাকে কর্মরত রয়েছে। বর্তমানে তিনি ইত্তেফাকের স্টাফ রিপোর্টার ও পিরোজপুর অফিস প্রধানের দায়িত্ব পালন করছেন।
১৯৮৩ সাল থেকে তিনি সুন্দরবন কেন্দ্রীক লেখালেখি শুরু করেন। সুন্দরবন সংশ্লিষ্ট এমন কোন বিষয় নেই যা তিনি তুলে ধরেননি তার লিখনির মাধ্যমে। অনবরত তিনি উপকুল ও সুন্দরবনকে নিয়ে লিখেই চলেছেন। তিনি লিখেছেন সুন্দরবনে অনবরত হরিন ও রয়েল বেঙ্গল টাইগার হত্যা, পর্যটন, নদী দূষন, জলদস্যু, জেলেদের অপরহন, জেলে জীবন, সুন্দরবনের সৌন্দর্য, ঐতিহ্য, পশু পাখি, মুল্যবান গাছ লুট, বন বিভাগের দুর্নীতি, সুন্দরবনের পরিবেশ ও স্থানীয়দের জন জীবনসহ সুন্দরবনের ভাল মন্দ সব কিছু। এমন কি ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে সুন্দরবনের ভ’মিকাও তুলে ধরেছেন তিনি। ১০ হাজার বর্গ কিলোমিটার আয়তনের এই বনের অধিকাংশ এলাকায়ই তার পদধুলী পড়েছে। সহ¯্রাধিক সংবাদ লিখেছেন সুন্দরবনকে নিয়ে। তাই তিনি হয়ে উঠেছেন সুন্দরবন সাংবাদিক। উপকুলীয় এলাকার অধিকাংশ সংবাদ কর্মীরা তাকে নাসিম ভাই হিসাবে সম্বোধন করেন।
বিশ্বের অন্যতম প্রাকৃতিক ঐতিহ্য সুন্দরবন সুরক্ষা ও বৈজ্ঞানিক ব্যবস্থাপনার অভাব এবং বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে সুন্দরবনকে রক্ষা করতে তিনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। তাইতো তিনি সুন্দরবন সংক্রান্ত সংবাদ প্রবাহ বৃদ্ধির লক্ষ্যে গড়ে তুলেছেন সুন্দরবন সাংবাদিক ফোরাম নামের একটি সংগঠন। ১৯৯৭ সাল থেকে যারা কাজ শুরু করছেন। উপকুলীয় পিরোজপুর, বরগুনা, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা জেলার সাংবাদিকদের নিয়ে গঠন করা হয়েছে সংগঠনটি।
১৯৭৪ সালের দিকে কতিপয় সাংবাদিক বড় ভাইদের মাধ্যমে সাংবাদিকতায় অনুপ্রানিত হন তিনি। ১৯৭৪/৭৫ সালের দিকে নাসিম আলী প্রথম বারের মত আব্দুল গফ্ফার চৌধুরি সম্পাদিত দৈনিক জনপদ পত্রিকায় পিরোজপুর সংবাদদাতা হিসাবে কাজ শুরু করেন। ১৯৭৯ সালে ১৯৮৪ সাল পর্যন্ত দৈনিক দেশ পত্রিকায় সাংবাদিকতা করেছেন। পরে ১৯৮৪ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত তিনি দৈনিক বাংলা পত্রিকায় কর্মরত ছিলেন। র।
অপর দিকে তিনি দুর্নীতি প্রতিরোধ কমিটির পিরোজপুর জেলার সাধারন সম্পাদকের দায়িত্ব পালন করছেন। সম্প্রতি দুদকের চেয়ারম্যান ইকবাল মাহমুদের কাছ থেকে বরিশাল বিভাগের শ্রেষ্ঠ জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সম্মাননা গ্রহণ করেন।
বর্ণাঢ্য তাঁর ৫৮তম জন্মদিনে দীর্ঘায়ু ও সুস্থ জীবন কামনা করছি ।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...