ব্রেকিং নিউজ
Home - অপরাধ - মঠবাড়িয়ায় স্কুল ছাত্রী উর্মী হত্যাকারীদের বিচার দাবিতে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের মানববন্ধন

মঠবাড়িয়ায় স্কুল ছাত্রী উর্মী হত্যাকারীদের বিচার দাবিতে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের মানববন্ধন

মঠবাড়িয়া প্রতিনিধি >>

পিরোজপুরের মঠবাড়িয়ায় সাংবাদিক কন্যা চতুর্থ শ্রেণীর ছাত্রী চাঞ্চল্যকর উর্মি আক্তারকে (১০) ধর্ষণ শেষে হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে আজ সোমবার মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের উদ্যোগে আজ সোমবার মঠবাড়িয়া পৌরসভার শহীদ মিনার সম্মূখ সড়কে ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে মুক্তিযোদ্ধা,বিভিন্ন রাজনৈতিকি দলের নেতা, সাংবাদিকসহ এলাকাবাসি অংশ নেন।

শেষে প্রতিবাদ সমাবেশে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মিঞা মো. ফারুকের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন, মুক্তিযোদ্ধা ও আ.লীগ নেতা এমাদুল হক খান, মুক্তিযোদ্ধা মোস্তফা শাহ আলম দুলাল, মুক্তিযোদ্ধা কমান্ডার মো. বাচ্চু মিয়া আকন, উপজেলা আ.লীগের সহ-সভাপতি আরিফ-উল হক, পৌর বিএনপির সভাপতি কেএম হুমায়ূন কবীর, পৌর যুবলীগের সভাপতি তৌহিদ মাছুম, যুবললীগ তো শিপন হাওলাদার, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক মো. মাইনুল আহসান, মঠবাড়িয়া কণ্ঠের সম্পাদ মো. শামসুদ্দোহা প্রিন্স ও নিহত শিক্ষার্থীর বাবা সাংবাদিক জুলফিকার আমিন সোহেল প্রমূখ।

প্রসঙ্গত, দৈনিক সরেজমিনের পত্রিকার মঠবাড়িয়া উপজেলা প্রতিনিধি ও স্থানীয় অনলাইন মঠবাড়িয়া কন্ঠের নির্বাহী সম্পাদক জুলফিকার আমিন সোহেলের ছোট মেয়ে উর্মি আক্তার নিখোঁজের তিন দিন পর গত ২৩ জুলাই সকালে বাড়ির অদুরে ডোবা থেকে গলায় ফাঁস লাগানো লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের পিতা ওইদিন রাতে রাতে অজ্ঞাত দুর্বৃত্তদের আসামী করে মঠবাড়িয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তবে পুলিশ হত্যাকারী ধর্ষকদের কাউকে এখনও সনাক্ত ও গ্রেফতার করতে পারেনি।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...