ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - আজ আংশিক চন্দ্রগ্রহণ

আজ আংশিক চন্দ্রগ্রহণ

আজকের মঠবাড়িয়া অনলাইন ডেস্ক >>

আজ মধ্যরাতে চন্দ্রগ্রহণ গ্রহণ দেখা যাবে। আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞানীরা জানিয়েছেন, ঢাকায় আজ দিবাগত রাত ১২টা ২০ মিনিটের দিকে ঘটবে আংশিক চন্দ্রগ্রহণ। গ্রহণের সূচনা হবে রাত ৯টা ৪৮ মিনিটে। গ্রহণ মোক্ষ হবে রাত ২ টা ৫২ মিনিটের দিকে।

এছাড়া ময়মনসিংহ বিভাগেও একই সময়ে গ্রহণ দেখা যাবে। চট্টগ্রাম বিভাগে দেখা যাবে রাত ১২টা ১৬ মিনিটের দিকে। সিলেট বিভাগে রাত ১২টা ১৪ মিনিটের দিকে। খুলনা বিভাগে রাত ১২টা ২৪ মিনিটের দিকে। বরিশালে রাত ১২টা ২০ মিনিটের দিকে। রাজশাহীতে রাত ১২টা ২১ মিনিটের দিকে। রংপুর বিভাগে রাত ১২টা ২৫ মিনিটের দিকে আংশিক চন্দ্রগ্রহণ দৃশ্যমান হবে।

অন্যদিকে আগামী ২১ আগস্ট সোমবার ঘটতে যাচ্ছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। সেটি আবার বাংলাদেশ থেকে দেখা যাবে না। কয়েক মিনিটের জন্য যুক্তরাষ্ট্র ও কানাডা তথা উত্তর আমেরিকায় ঢাকা পড়বে সূর্য। বিজ্ঞানীরা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে ৯৯ বছর পর এই বিশেষ পূর্ণগ্রাস সূর্যগ্রহণ নয়নাভিরাম দৃশ্যের সৃষ্টি করবে আকাশে। নাসা গবেষণার জন্য প্রথমবারের পূর্ণগ্রাস সূর্যগ্রহণের ছবি তুলতে ৫০ হাজার ফুট ওপরে নাসার দুটি বিমান পাঠাচ্ছে। এ নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে দেশটিতে।

সূত্র > কালের কণ্ঠ

Leave a Reply

x

Check Also

পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক আলমগীর হোসেন আটক

পিরোজপুর প্রতিনিধি : বিএনপির কেন্দ্রীয় নেতা ও পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেনকে আটক করেছে ...