ব্রেকিং নিউজ
Home - অপরাধ - কাউখালীতে পানের বরজ থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত যুবকের পরিচয় মিলেছে : চারজন গ্রেফতার

কাউখালীতে পানের বরজ থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত যুবকের পরিচয় মিলেছে : চারজন গ্রেফতার

কাউখালী প্রতিনিধি >>

পিরোজপুরের কাউখালীতে একটি পানের বরজের পাশের নালা থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত যুবকের পরিচয় মিলেছে। নিহত এই যুবকের নাম মিজানুর রহমান মানিক। সে জেলার নাজিরপুর উপজেলার বুইছকাঠী গ্রামের মো. আব্দুল শেখের ছেলে। গত রবিবার বিকেলে পুলিশ কাউখালী উপজেলার চিড়াপাড়া পারসাতুরিয়া গ্রামের পানের বরজের পাশ থেকে তার লাশ উদ্ধার করে। এ হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো- পিরোজপুরের নাজিরপুর উপজেলার ছোট বুইছাকাঠী গ্রামের আকরাম মোল্লার ছেলে সাইদুল মোল্লা ওরফে সাইফুল(২৬), কাউখালী উপজেলার ডুমুজড়ি গ্রামের শাহজাহান শেখের ছেলে মো. জামাল শেখ(২২), চিড়াপাড়া গ্রামের মনোরঞ্জন দেবনাথের ছেলে সঞ্জয় দেবনাথ(২৫) ও একই গ্রামের সুশীল চন্দ্র দাসের ছেলে পল্টু চন্দ্র দাস(২২)।

এ বিষয়টি নিশ্চিত করে আজ শুক্রবার এক প্রেস ব্রিফিংয়ে কাউখালী থানা পুলিশ জানায়, নিহত মিজানুরের ভ্যানগাড়ি আত্মসাতের জন্যই ওই চারজন মিলে পরিকল্পিতভাবে ভ্যানচালককে হত্যা করে তার লাশ গ্রামের পানের বরজে ফেলে রাখে হত্যাকারীরা।

এ বিষয়ে কাউখালী থানার অফিসার ইচার্জ মো. মনিরুজ্জামান জানান, গত ১৬ জুলাই বিকেল সাড়ে চারটার দিকে কাউখালীর চিরাপাড়া গ্রামের পানচাষী রবি মন্ডলের পান বরজের পশ্চিম পাশে অজ্ঞাত হিসেবে নিহত মিজানুরের লাশ উদ্ধার করা হয়। এ সময় লাশের আলামত হিসেবে একটি ৮ ইঞ্চি ধারালো চাকু, ভ্যানগাড়ি ও ভিকটিমের স্যান্ডেল জব্দ করা হয়। এ ঘটনায় কাউখালী থানার উপ-পরিদর্শক দিপক কুমার একটি মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত করে রহস্য উদঘাটন করা হয়।

তিনি আরো জানান, মিজানুরের ভ্যানগাড়ি আত্মসাতের জন্য ছাইদুল মোল্লা ওরফে সাইফুল ভ্যান বিক্রি করার কথা বলে কৌশলে তাকে কাউখালীতে নিয়ে আসে। ছাইদুল মোল্লা পরবর্তীতে তার শ্যালক জামাল শেখ এবং তার সহযোগী সঞ্জয় ও পল্টু মিলে হত্যার পরিকল্পনা করে। এরপর ১৪ জুলাই সন্ধ্যা অনুমানিক সাড়ে সাতটার দিকে মন্টু শেখের পানের বরজের ভেতরে নিয়ে ধারালো ছরি দিয়ে গলা কেটে ভ্যানচালক মিজানুর রহমান মানিককে হত্যার পর তার লাশ সেখানে একটি নালার মধ্যে ফেলে রাখে। এ ঘটনার দুইদিন পর গত রবিবার গ্রামবাসীদের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল হতে নিহত ভ্যানচালকের লাশ উদ্ধার করে। পরে তদন্ত চালিয়ে নিহত মিজানুরের ভ্যান গাড়ি উদ্ধার করা করা হয়।

এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা কাউখালী থানার উপ-পরিদর্শক মো. আবদুল জলিল জানান, গ্রেপ্তারকৃতরা ভ্যানচালককে হত্যার দায় স্বীকার করেছে। আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...