ব্রেকিং নিউজ
Home - উপকূলের মুখ - মঠবাড়িয়ায় রেঁনেসার আয়োজনে তরুণ কবি আখতারুজ্জামান আজাদের আবৃত্তিসন্ধ্যা বিষময় বিস্ময়

মঠবাড়িয়ায় রেঁনেসার আয়োজনে তরুণ কবি আখতারুজ্জামান আজাদের আবৃত্তিসন্ধ্যা বিষময় বিস্ময়

সাংস্কৃতিক প্রতিবেদক >>

পবিত্র ঈদ উপলক্ষে পিরোজপুরের মঠবাড়িয়ায় সামাজিক সংগঠন রেঁনেসার সপ্তাহব্যাপী অনুষ্ঠানমালার চতুর্থ দিনে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় শব্দের যাদুকর তরুণ কবি আখতারুজ্জামান আজাদের একক আবৃত্তি সন্ধ্যা বিষময় বিস্ময় অনুষ্ঠিত হয়েছে। মমিন উদ্দিন মাস্টার স্মৃতি পরিষদের সহযোগিতায় আজ বৃহস্পতিবার সন্ধ্যায় মঠবাড়িয়া সরকারী কলেজ মিলনায়তনে এ আবৃত্তি সন্ধ্যা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানস্থলে মঙ্গল প্রদীপ প্রজ্জলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।

অনুষ্ঠানে কবি আখতারুজ্জামান আজাদ বিষময় বিস্ময় শিরোনামে স্ব-রচিত কবিতা স্বকণ্ঠে আবৃত্তি করে দর্শক শ্রোতাদের মুগ্ধ করে তোলেন। স্বাধীনতার ৪৬ বছর পূর্তিতে অনুষ্ঠানে ৪৬টি কবিতা পাঠ করা হয়।রেঁনেসার অন্যতম উদ্যোক্তা খালিদ মোহাম্মদ সাব্বিরের সঞ্চালনায় এ আবুত্তি সন্ধ্যায় শুভেচ্ছা বক্তব্য দেন , মঠবাড়িয়া নাগরিক কমিটির সদস্য সচিব মো. নূর হোসাইন মোল্লা(অবসর প্রাপ্ত প্রবীন শিক্ষক),সাংবাদিক মিজানুর রহমান মিজু ,বাংলাদেশ ছাত্রলীগ উপ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, আশরাফুল ফাহাদ, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক আরিফুর রহমান সিফাত, ছাত্রলীগ নেতা খুরশীদ আলম রায়হান, কলেজ ছাত্রলীগের সভাপতি মিজান ফরাজী, ব্যাংকার মোস্তফা ডালিম তন্ময়, , ও ক্লাব-৭১ এর সভাপতি ও আবৃত্তিকার সীমান্ত হাসনাইন পান্থ, ডা. নূরুল আমীন রাসেল ও রেঁনেসার অন্যতম উদ্যোক্তা মো. রাসেল সবুজ প্রমূখ।

অনুষ্ঠানে আরও আবৃত্তি করেন, সানজিদা মুক্তি, খায়রুন্নাহার মিতু , আহমেদ ফিরোজ, রোজিনা উর্মি ।

অনুষ্ঠান শেষে কবি আখতারুজ্জামান আজাদকে রেনেসাঁ ‘র পক্ষ থেকে বিশেষ সম্মাননা দেওয়া হয় ।

সম্মাননা স্মারক তুলে দেন উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক আরিফুর রহমান সিফাত ।

অনুষ্ঠানের ছবিগুলো তুলেছেন > প্রিন্স মাহমুদ

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...