ব্রেকিং নিউজ
Home - অপরাধ - মঠবাড়িয়ায় যুবলীগ কর্মী হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্য জেলহাজতে

মঠবাড়িয়ায় যুবলীগ কর্মী হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্য জেলহাজতে

মঠবাড়িয়া প্রতিনিধি >

পিরোজপুরের মঠবাড়িয়ায় যুবলীগ কর্মী লিটন পন্ডিত হত্যা মামলার এজাাহার ভুক্ত আসামী বড়মাছুয়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সহ-সভাপতি নাসির হাওলাদার এবং গুলিশাখালী ইউপি সদস্য ও যুবলীগ নেতা জুনায়েদুর রহমান জুয়েলকে জেল হাজতে পাঠিয়েছে আদালত। আজ রবিবার মঠবাড়িয়া জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে ওই দুই জনপ্রতিনিধি ও যুবলীগ নেতা হাজির হয়ে জামিনের আবেদন জানালে বিজ্ঞ বিচারক বেলাল হোসেন জামিন আবেদন নামঞ্জুর করে উভয়কে জেলহাজতে পাঠানোর আদেশ দেন। হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান নাসির হাওলাদার উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন।

উল্লেখ্য, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ২৫ জুলাই স্থানীয় আওয়ামীলীগের দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে যুবলীগ কর্মী লিটন পন্ডিত নিহত হন।
এ ঘটনায় নিহত যুবলীগ কর্মীর ভাই জাকির হোসেন পন্ডিত বাদি হয়ে ১৫জন আ.লীগ নেতা কর্মীর নামে মঠবাড়িয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...