ব্রেকিং নিউজ
Home - অপরাধ - বামনা উপজেলা চেয়ারম্যানের ওপর মুখোশধারী দৃর্বৃত্তদের হামলা : গাড়ী ভাংচুর

বামনা উপজেলা চেয়ারম্যানের ওপর মুখোশধারী দৃর্বৃত্তদের হামলা : গাড়ী ভাংচুর

 

বামনা(বরগুনা) প্রতিনিধিঃ

বরগুনার বামনা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক সাইতুল ইসলাম লিটু মৃধার ওপর মুখোশধারী সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। এসময় তাকে বহন করা সরকারী গাড়ী ভাংচুর করে তারা। সোমবার দিবাগত রাত ১১ টার দিকে বামনা-পাথরঘাটা সড়কের দক্ষিন গুদিঘাটা গ্রামের মোস্তফার ইটভাটার দক্ষিন পাশের এই হামলার ঘটনা ঘটে।
হামলায় চেয়ারম্যান সাইতুল ইসলাম লিটু গুরুতর আহত হয়। আহত উপজেলা চেয়ারম্যানের অভিযোগ তাঁকে হত্যার উদ্দ্যেশে পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে।
হাসপাতাল ও স্থানীয় সৃত্রে জানাগেছে, তিনি সোমবার বরগুনা জেলা পরিষদ চেয়ারম্যানের সাথে সভা করে সরকারী গাড়ি যোগে রাতে বামনা সদরে ফিরছিলেন। ফেরার পথে কাকচিড়া বাজার পার হয়ে বামনা-পাথরঘাটা সড়কের দক্ষিন গুদিঘাটা গ্রামের মোস্তফার ইটভাটার দক্ষিন পাশের সড়কে পৌছলে দুটি মটর সাইকেলে ৬ জন মুখোশধারী স্বশস্ত্র দুর্বৃত্ত চেয়ারম্যানের গাড়ির গতি রোধ করে। এসময় ওই দৃর্বৃত্তরা দেশীয় অস্ত্র দিয়ে গাড়ীর উপর অতর্কিত হামলা চালায়। গাড়ীর চালক অবস্থা বেগতিক দেখে দ্রুত গাড়িটিকে চালিয়ে পিপুলিয়া বাজারে এসে আশ্রয় নেয়। হামলায় গাড়ির উভয় পাশের গ্লাস ভেঙ্গে যায় এবং গ্লাসের আঘাতে চেয়ারম্যান লিটু মৃধার শরীরে জখম হয়। এসময় তার গাড়িতে ছিলেন বরগুনা জেলা পরিষদের সদস্য জাহাঙ্গীর হোসেন মোল্লা, উপজেলা পরিষদের এমএলএসএস দেলোয়ার, লিটন সিকদার ও চালক শাহিন লস্কর।

চেয়ারম্যান লিটু মৃধা সাংবাদিকদের অভিযোগ করেন, তাকে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়ছে। হামলাকারীরা মুখোশধারী থাকায় তাদের সনাক্ত করা যায়নি।
বরগুনা জেলা পরিষদের সদস্য জাহাঙ্গীর হোসেন মোল্লা বলেন, ঘটনার চলাকালীন সময় বামনা থানাকে মুঠোফোনে বিষয়টি অবহিত করলেও প্রায় দেড় ঘন্টা পরে বামনা থানাপুলিশ ঘটনা স্থলে পৌঁছে।

বামনা থানার অফিসার ইনচার্জ মো. শাহাবুদ্দিন জানান, তারা রাত সাড়ে ১১টার সময় মুঠোফোনে হামলার বিষয়টি অবহিত হয়েছেন। পরবর্তীতে পুলিশ ফোর্স নিয়ে পিপুলিয়া বাজার থেকে উপজেলা চেয়ারম্যানকে উদ্ধার করে বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এঘটনায় এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাওয়া পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...