ব্রেকিং নিউজ
Home - জাতীয় - মাতৃভাষার মান রক্ষা করা প্রত্যেক জাতির জন্য ফরয

মাতৃভাষার মান রক্ষা করা প্রত্যেক জাতির জন্য ফরয

সালেহুন নোমান >

বাঙলী জাতি হিসেবে আমরা বাংলা ভাষার জন্য বিশ্ব দরবারে আজ গর্বিত জাতি। কেননা মাতৃভাষার জন্য প্রাণ বিসর্জন কেবল আমরাই দিয়েছি। ১৯৫২ সালে বাংলা ভাষার মর্যাদার জন্য আমাদের লড়াই করতে হয়েছে । ভাষার জন্য রক্ত দিয়ে আমরা মাতৃভাষার মর্যাদা প্রতিষ্ঠা করেছি।

ভাষা আন্দোলনে আমাদের সংগ্রাম করেত হয়েছে, ছাত্রদের প্রাণ দিতে হয়েছে । তাঁদের এই নি:স্বার্থভাবে প্রাণ দেওয়ার পেছনে শুধু ছিল একটি স্বপ্ন, বাংলা ভাষাকে মায়ের সমতুল্য করা । কিন্তু আমরা কি পেরেছি ভাষা শহীদদের সেই স্বপ্নকে পূরন করতে ? আমার মনে হয় আমরা আজও তাদের স্বপ্নকে পূরন করতে পারিনি। আজ নতুনভাবে বাংলা ভাষাকে সুপ্রতিষ্ঠিত করতে লেখালেখি করতে হচ্ছে আমাদের।

আমাদের শহর গুলোর দিকে তাকিয়ে দেখুন বড় বড় অফিস,প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর দিকে । তারা তাদের পচারনা গুলো কীভাবে আমাদের সমাজে উপস্থাপন করছে! সর্বত্র বিদেশী ভাষার ব্যবহারে যেন আমাদের মাতৃভাষা লুপ্ত হবার দশা। এটাই কি চেয়েছিল ভাষা শহীদেরা ? অবশ্যই না।

বাংলা ভাষার পাশাপাশি অন্য ভাষারও চর্চার প্রয়োজন আছে । তাই বলে বাংলাকে বাদ দিয়ে নয় । তাই আমাদের সকলের উচিত বাংলা ভাষাকে যথাযথ মর্যাদা দিয়ে অন্য ভাষাগুলো ব্যবহার করা। মাতৃভাষার মান রক্ষা করা প্রত্যেক জাতির জন্য ফরয।

কবির ভাষায় বলতে হয়,

“আজ বড় কষ্ট হয়- ক্ষমা করে দিয়ো আমায় রফিক,শফিক,বরকত নাম না জানা হাজার শহীদ, সালাম তোমাদের পায়।” লেখক

পরিচিতি : সালেহুন নোমান , শিক্ষার্থী, মঠবাড়িয়া সরকারী কলেজ ।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...