ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা ও দুই কক্ষবিশিষ্ট জাতীয় সংসদের ঘোষণা খালেদা জিয়ার

বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা ও দুই কক্ষবিশিষ্ট জাতীয় সংসদের ঘোষণা খালেদা জিয়ার

মোঃ রাসেল সবুজ>

বাংলাদেশের উন্নয়ন নিয়ে রূপকল্প-২০৩০ প্রণয়ন করছে বিএনপি।সেই রূপকল্পের সারকথা তুলে ধরলেন দলটির চেয়ারপারসন খালেদা জিয়া।তিনি বলেন, বিএনপি চায় বাংলাদেশের জাতীয় সংসদ হবে দুই কক্ষবিশিষ্ট- উচ্চ ও নিম্ন কক্ষ।ক্ষমতায় গেলে এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।আজ শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে দলের ষষ্ঠ জাতীয় কাউন্সিলের উদ্বোধন করে এ কথা বলেন খালেদা জিয়া।বিএনপির চেয়ারপারসন বলেন, এই কাউন্সিল থেকে জাতীয় জীবনে জমাট বাঁধা অন্ধকার থেকে আলোর আভাস আনতে হবে।জিয়াউর রহমান জনগণের মৌলিক ও মানবাধিকার নিশ্চিত করার যে ধারার সূচনা করেছিলেন তা এখন বিএনপিই পারে এগিয়ে নিয়ে যেতে।

বর্তমানে দেশে গণতন্ত্র নেই অভিযোগ করে বিএনপির প্রধান বলেন, এই নষ্ট রাজনীতি থেকে দেশকে বের করে না আনলে দেশ অন্ধকারে চলে যাবে।দলের ষষ্ঠ জাতীয় কাউন্সিলে জাতীয় নেতাদের স্মরণ করতে গিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।তিনি বলেন, বিজয়ের মাসে অনুষ্ঠিত কাউন্সিলে জাতীয় নেতা এ কে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মাওলানা আবদুল হামিদ খান ভাসানী ও শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি।

খালেদা জিয়া জানান, শিগগিরই ভিশন ২০৩০ পরিকল্পনা চূড়ান্ত হবে।সকল মত ও পথকে নিয়ে রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলা হবে।খালেদা জিয়া বলেন, পরিকল্পনা অনুযায়ী ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ হবে উচ্চ মধ্যম আয়ের দেশ।মেধা, দক্ষতা, অভিজ্ঞতা হবে সামরিক ও বেসামরিক প্রশাসনের মাপকাঠি।রাষ্ট্রীয় নিরাপত্তা, অখণ্ডতা সুরক্ষার লক্ষ্যে প্রতিরক্ষা বাহিনীকে সংগঠিত, সুসজ্জিত করে গড়ে তোলা হবে।এ ছাড়া স্থানীয় সরকার ব্যবস্থাকে ক্ষমতায়িত করা হবে এবং এই ক্ষমতা গ্রামকেন্দ্রিক হবে বলে জানান খালেদা জিয়া।তিনি বলেন, দেশে ন্যায়পাল পদ সৃষ্টি করা হবে এবং কেন্দ্রীয় ব্যাংকের ক্ষমতা তদারকি করা হবে।

সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদের বিরুদ্ধে বিএনপি সবচেয়ে বেশি সক্রিয় বলেও মন্তব্য করেন খালেদা জিয়া।

Leave a Reply

x

Check Also

পিরোজপুরে মাদক মামলার হাজিরা দিতে এসে পুলিশের মোটরসাইকেল চুরি! সাইকেল সহ চোর আটক

পিরোজপুর প্রতিনিধি 🔴 পিরোজপুর আদালতে একটি মাদক মামলার হাজিরা দিতে এসে আদালত চত্ত¡র থেকে এক ...