ব্রেকিং নিউজ
Home - অন্যান্য - ধর্ম ও জীবন - বামনায় শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের ১২৮তম জন্মবার্ষিকী পালিত

বামনায় শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের ১২৮তম জন্মবার্ষিকী পালিত

বামনা(বরগুনা)সংবাদদাতা > যুগপুরুষত্তোম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের ১২৮তম জন্ম বার্ষিকী উপলক্ষে বরগুনার বামনা উপজেলা সৎ সংঘের উদ্যোগে আজ শনিবার দিরব্যাপী নানা কর্মসূচি পালিত হয়েছে।
সকালে বামনা সদর শ্রী শ্রী দূর্গা, কালি ও রাধাগোবিন্দ মন্দির অঙ্গন হতে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে সৎসঙ্গ অনুসারী ভক্তবৃন্দ অংশ নেন।
এর আগে বিশ্ব শান্তি কামনায় প্রাতকালীন কীর্তন ও সমবেত প্রার্থনা অনুষ্ঠিত হয়।
এ ছাড়া ধর্মীয় গ্রন্থ পাঠ, আলোচনা ও ও ধর্মীয় সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়।
শেষে বামনা সদর শ্রী শ্রী দূর্গা, কালি ও রাধাগোবিন্দ মন্দির প্রাঙ্গনে শ্রী ধীরাংশু ভূষণ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত ধর্মীয় আলোচনায় বক্তব্য দেন,সহপতি ঋত্তিক প্রকৌশলী অমল চন্দ্র রায়, প্রণবেন্দু মণ্ডল, সুব্রত রায় ও আশীষ মণ্ডল প্রমূখ ।
শেষে ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

Leave a Reply

x

Check Also

শারদীয় দূর্গা উৎসব উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বস্ত্র বিতরণ

পিরোজপুর প্রতিনিধি : শারদীয় দূর্গা উৎসব উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে পিরোজপুরে বস্ত্র বিতরণ ...