ব্রেকিং নিউজ
Home - জাতীয় - ভান্ডারিয়ায় শ্রীগুরু সংঘের ৫৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ৫দিন ব্যপি উৎসব

ভান্ডারিয়ায় শ্রীগুরু সংঘের ৫৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ৫দিন ব্যপি উৎসব

ভান্ডারিয়া প্রতিনিধি >>

পিরোজপুরের ভান্ডারিয়ায় হিন্দু ধর্মালম্বী শ্রীগুরু সংঘ প্রতিষ্ঠার ৫৬তম বার্ষিকী পালন ও সংঘের প্রতিষ্ঠাতা পরিব্রাজকাচার্য্যবর শ্রীশ্রীমদ্ দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের স্মরণে াঁচদিন ব্যাপী উৎসব অনুষ্ঠিত হচ্ছে।
আজ বুধবার উৎসবের শুরুর দিনে প্রাতকালীন প্রার্থনা,শ্রীগুরু বন্ধনা,গীতা পাঠ, অষ্টোত্তর শতনামপাঠ,জাতীয় ও শ্রীগুরু পতাকা উত্তোলন,পাদুকা উৎসব আনয়ন,মঙ্গলঘট স্থাপনসহ সকল ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উৎসব উপলক্ষে সনাতন ধমাবলম্বীর শ্রীগুরু সংঘ অনুসারি কয়েকশত নারী-পুরুষ ধর্মীয় প্লাকার্ড,বিগ্রহএবং নারীদের উলুধ্বণী ও সঙ্খ বাজানোর তালে তালে এক বর্ণাঢ্য মঙ্গল শোভা যাত্রা বের করে । শোভাযাত্রাটি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
শোভা যাত্রায় জাতীয়পার্টি জেপির উপজেলা সিনিয়র যুগ্ন আহবায়ক ও সাবেক সদর ইউপি চেয়ারম্যান গোলাম সরওয়ার জোমাদ্দার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার, হিন্দু,বৌদ্ধা,খৃষ্ঠাণ ঐক্য পরিষদের উপজেলা সভাপতি কিরন চন্দ্র বসু, শ্রীগুরু সংঘের উপজেলা সভাপতি হিরালাল কর্মকার,সাধারণ সম্পাদক উত্তম কুমার দাস, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক ছগির হোসেন পোদ্দার, উৎসব কমিটির সভাপতি চিত্ত রঞ্জন রায়,সাধারণ সম্পাদক শিশুতোষ কর্মকার, মহিলা সমিতির সভানেত্রী মঞ্জু রানী দাস,সাধারণ সম্পাদিকা অঞ্জলী রানী ব্রক্ষ্ম, মদন মোহন মন্দির কমিটির সভাপতি সুকুমারদাস সহ নারী-পুরুষ অংশ গ্রহন করেন।
শেষে মন্দির প্রাঙ্গনে সকল জীবের কল্যাণে সমবেত প্রাথনার অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, প্রতি বছরের ন্যায় এবছরও পাঁচ দিনের উৎসব আগামী ১লা এপ্রিল মহা প্রসাদ বিতরণের মধ্য দিয়ে সমাপ্ত হবে। এ উৎসবে দেশ বিদেশের খ্যাতনামা অমৃতবাণী,বেদবাণী,মা ভবতারিণী, শ্রীনাম সংঘ,মহামায়া ও গুরু ভাই সম্প্রদায় সমবেত হবেন।

 

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...