ব্রেকিং নিউজ
Home - অপরাধ - কাউখালীতে ১০ হাজার রেণু পোনাসহ মাছধরা জাল জব্দ : আট জেলেকে জরিমানা

কাউখালীতে ১০ হাজার রেণু পোনাসহ মাছধরা জাল জব্দ : আট জেলেকে জরিমানা

পিরোজপুর প্রতিনিধি >

পিরোজপুরের কাউখালী উপজেলার সন্ধ্যা নদীতে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে রেণু পোনা নিধনকালে আট জেলেকে আটক করেছে । পরে অভিযুক্ত আট জেলেকে পাঁচ হাজার টাকা জরিামানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার দুপুরে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবণী চাকমা এ জরিমানা করেন।
জরিমানাকৃত জেলেরা হলেন,পিরোজপুরের কুমিরমারা গ্রামের জেলে সোহেল শেখ, হেলাল মিয়া , গিয়াস উদ্দিন, সিরাজ সিয়া , রিয়া হোসেন, শহিদুল ইসলাম, মো. মজিবুর ও হাচান শেখ ।
স্বরূপকাঠি নৌ পুলিশ ফাঁড়ি ইনচার্জ হারুণ অর রশীদ জানান, আজ সোমবার দুপুরে কাউখালীর সন্ধ্যা নদীতে অভিযান চালিয়ে একটি মাছ ধরার ট্রলার থেকে ওই আট জেে কে আটক করা হয়। পরে ট্রলারে পাতিলে মজুদ করা ১০ হাজার বিভিন্ন প্রজাতির রেণু পোনা জব্দ করা হয়। এছাড়া চার হাজার মিটার চড়গড়া ও এক হাজার মিটার মশারি জাল জব্দ করা হয়। দুপুরে অভিযুক্ত আট জেলেকে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবণী চাকমা প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানার আদেশ দেন।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...