ব্রেকিং নিউজ
Home - জাতীয় - পিরোজপুরে তিন দিনের উন্নয়ন মেলা

পিরোজপুরে তিন দিনের উন্নয়ন মেলা

 

পিরোজপুর প্রতিনিধি >
‘উন্নয়নের গনতন্ত্র, শেখ হাসিনার মুলমন্ত্র’ এই শ্লোগান নিয়ে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসকে সামনে রেখে সারা দেশের ন্যায় পিরোজপুরেও তিন দিন ব্যাপী উন্নয়ন মেলা শুরু হয়েছে। উন্নয়ন মেলা উপলক্ষে আজ সোমবার সকালে একটি শোভাযাত্রা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গন থেকে শুরু হয়ে সরকারী উচ্চ বিদ্যালয় মাঠ মেলা প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। পরে এক আলোচনা সভায় জেলা প্রশাসক মো: খায়রুল আলম সেখ’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য এ কে এম এ আউয়াল। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সিনিয়র সচিব আব্দুর রব হাওলাদার, অতিরিক্ত সচিব মো. নুরুজ্জামান,পুলিশ সুপার মো: ওয়ালিদ ওয়ালিদ হোসেন জেলা পরিষদের প্রধান নির্বাহী মোঃ ইসমাইল হোসেন সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান সহ কর্মকর্তা কর্মচারীরা।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়নের রোল মডেল। তিনি শুধু বাংলাদেশের নেতা নয় তিনি বিশ্ব নেতা হিসাবে ইতিমধ্যে স্বীকৃতি লাভ করেছেন। বাংলাদেশকে জননেত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ হিসাবে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করেছেন। বর্তমান সরকারের আমলে যার যার যোগ্যতা হারে বেতন বৃদ্ধি হলেও সরকার বাজারের দ্রব্যমুল্যের দাম নিয়ন্ত্রনে রাখতে সক্ষম হয়েছেন।
পিরোজপুর সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে উন্নয়ন মেলায় সরকারী ও বেসরকারী ৯২ টি প্রতিষ্ঠান সরকারের বিভিন্ন উন্নয়নের কর্মকান্ড জনগনের সামনে তুলে ধরা হচ্ছে। মেলার তিন দিনে জেলা প্রশাসনের পক্ষ থেকে ডিজিটাল বাংলাদেশ নির্মানের অগ্রযাত্রার বিভিন্ন ভিডিও প্রদর্শন সহ সাংস্কৃতিক অনুষ্ঠান প্রদর্শন করা হচ্ছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...