ব্রেকিং নিউজ
Home - জাতীয় - পিরোজপুরে বিজ্ঞান বিষয়ক বিতর্ক প্রতিযেগিতা অনুষ্ঠিত

পিরোজপুরে বিজ্ঞান বিষয়ক বিতর্ক প্রতিযেগিতা অনুষ্ঠিত

পিরোজপুর প্রতিনিধি >
বিজ্ঞান শিক্ষাকে জনপ্রিয় করতে ‘শিক্ষা কর্মকর্তাদের ভূমিকাই অগ্রগন্য’ এ বিষয় নিয়ে পিরোজপুরে কলেজ পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। পিরোজপুর বিজ্ঞান ক্লাবের আয়োজনে, বেসরকারী সংস্থা রয়েল বেঙ্গল ফাউন্ডেশন এর সহযোগিতায়ে আজ সোমবার পিরোজপুর সরকারী মহিলা কলেজ মিলনায়তে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ফাইনালে অংশগ্রহন করে সরকারি মহিলা কলেজ বনাম আফতাব উদ্দিন কলেজ। বিচারকদের বিচারে চ্যাম্পিয়ন হয় সরকারি মহিলা কলেজ দল। শ্রেষ্ঠ বক্তা-সরকারি মহিলা কলেজের ছাত্রী নুসরাত জাহান।

প্রধান অতিথি ছিলেন, সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: হাবিবুর রহমান।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অধ্যক্ষ সহদেব চন্দ্র পাল, প্রভাষক মো: শাহআলম শেখ, প্রভাষক মো: জসিম উদ্দিন, জেলা মহিলা পরিষদের সাংগঠনিক সম্পাদক খালেদা আক্তার হেনা প্রমুখ বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন, সহযোগী অধ্যাপক মো: মিজানুর রহমান, সাংবাদিক গৌতম রায় চৌধুরী, জেলা মহিলা পরিষদের সাধারন সম্পাদক সালমা রহমান হ্যাপী, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক গোলাম মাওলা নকীব। শেষে বিজয়ী- বিজিত দলকে ক্রেস্ট ও পুরস্কার প্রদান করা হয়

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...