ব্রেকিং নিউজ
Home - জাতীয় - মঠবাড়িয়া সরকারী কলেজে ২৬ জন শিক্ষকের পদ শূণ্য ! ঝুঁকিপূর্ণ একাডেমিক ভবন পরিত্যাক্ত ঘোষণা

মঠবাড়িয়া সরকারী কলেজে ২৬ জন শিক্ষকের পদ শূণ্য ! ঝুঁকিপূর্ণ একাডেমিক ভবন পরিত্যাক্ত ঘোষণা

শিক্ষা প্রতিবেদক >
পিরোজপুরের মঠবাড়িয়া সরকারী কলেজে প্রয়োজনীয় শিক্ষক সংকট ও ঝুঁকিপূর্ণ একাডেমিক ভবন পরিত্যাক্তসহ নানা সমস্যা বিরাজ করছে। কলেজে গুরুত্বপূর্ণ ৩৬টি প্রভাষকের পদের ২৬টি পদে কোন শিক্ষক না থাকায় পাঠাদানে বিঘ্ন ঘটছে। তবে র্কতৃপক্ষ র্বতমানে ধার করা শিক্ষক দিয়ে শিক্ষার্থীদের পাঠদান র্কাযক্রম চালাচ্ছে। এ কলেজে গুরুত্বপূর্ণ ৫টি বিষয়ে প্রভাষক ও সহকারী অধ্যাপকের ১৩টি পদরে সবকটি পদই শূণ্য। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঝুঁকির্পূণ ভবনটি পরিত্যাক্ত ঘোষণা করায় শিক্ষার্থীদের জোড়াতালি দিয়ে চলছে পাঠদান। এতে কলেজের প্রায় দেড় হাজার শিক্ষার্থীদের লেখাপড়া চরমভাবে বিঘ্নিত হচ্ছে।
কলেজ সূত্রে জানাগেছে, ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ এ কলেজটি শিক্ষক সংকট দীর্ঘদিনের। এ সংকটের কারণে মঠবাড়িয়া, পাথরঘাটা, বামনা সহ দক্ষিণাঞ্চলের অনেক গরীব মেধাবী শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্থ হচ্ছে। আবার র্বতমানে কলেজে ইংরজেী, রসায়ন, র্দশন, ইতিহাস, ইসলামের ইতিহাসসহ ৮টি প্রভাষকের পদ ও ৫টি সহকারী অধ্যাপকরে পদের সবকটি শূণ্য রয়েছে।
ইংরেজী বিভাগে কোন শিক্ষক না থাকায় পিরোজপুর সোরওর্য়াদী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ গনেশ চন্দ্র অধিকারী ও মহিউদ্দিন আহমেদ মহিলা ডিগ্রী কলেজের রসায়ন বিভাগের সাবেক সহকারী অধ্যাপক আনসার আলী খানকে খন্ডকালীন হিসেবে শ্রেণী কক্ষে পাঠদান করছেন।
সম্প্রতি কলেজের শিক্ষক সংকট নিরসন ও নতুন ভবন নির্মানের দাবীতে দেড় হাজার শিক্ষার্থী কলেজ ক্যাম্পাসে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন।

এ ব্যাপারে মঠবাড়িয়া সরকারী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) গোলাম মোস্তফা শিক্ষক সমস্যার কারণে পড়াশুনা ব্যহত হওয়ার কথা স্বীকার করে বলনে, শিক্ষক সংকট ও ঝুঁকির্পূণ ভবন সংস্কার এবং নতুন ভবন নির্মানের জন্য সংশ্লিষ্ট র্উদ্ধতন র্কতৃপক্ষের কাছে বার বার লিখিত আবদেন করেও কোন সাড়া মিলছেনা।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...