ব্রেকিং নিউজ
Home - জাতীয় - শিক্ষক শ্যামল কান্তিকে লাঞ্ছনার প্রতিবাদে কাউখালীতে শিক্ষকদের মানববন্ধন – প্রতিবাদ সমাবেশ

শিক্ষক শ্যামল কান্তিকে লাঞ্ছনার প্রতিবাদে কাউখালীতে শিক্ষকদের মানববন্ধন – প্রতিবাদ সমাবেশ

কাউখালী প্রতিনিধি > নারায়ণগঞ্জ বন্দর থানার পিয়ার সাত্তার লতীফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তিকে স্থানীয় সাংসদ সেলিম ওসমান কর্তৃক লাঞ্ছনা ও চাকুরী থেকে বরখাস্তসহ ধর্ম অবমাননার মিথ্যা গুজব ছড়িয়ে সাম্প্রদায়িক উস্কানীর প্রতিবাদে পিরোজপুরের কাউখালীতে মানববন্ধন ও প্রতিবাদ করেছে বিক্ষুব্ধ শিক্ষক ও সচেতন জনতা। আজ বৃহস্পতিবার কাউখালী উপজেলা পরিষদ সম্মূখ সড়কে ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে স্থানীয় শিক্ষক, শিল্পী ও সাংস্কৃতিক কর্মীসহ বিক্ষুব্দ সচেতন জনতা অংশ নেন।
শেষে মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি তপন চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সুব্রত রায়, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গৌতম দাস, মাধ্যমিক শিক্ষক সমিতি(কামরুজ্জামান)সভাপতি কিরণ চন্দ্র হালদার, সম্পাদক শামসুর রহমান মিজান ও প্রাথমিক সহকারী শিক্ষক ফাউ-েশনের সভাপতি লিটন কুষ্ণ কর প্রমূখ।

সমাবেশে শিক্ষক নেতারা শিক্ষক লাঞ্ছনাকারী সাংসদ সেলিম ওসমানসহ এ ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান। সেই সাথে বরখাস্তকৃত প্রধান শিক্ষককে চাকুরীতে পুনর্বাহলের দাবি জানান।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...