ব্রেকিং নিউজ
Home - জাতীয় - শিক্ষক শ্যামল কান্তিকে লাঞ্ছনার প্রতিবাদে বামনায় শিক্ষকদের মানববন্ধন

শিক্ষক শ্যামল কান্তিকে লাঞ্ছনার প্রতিবাদে বামনায় শিক্ষকদের মানববন্ধন

বামনা সংবাদদাতা > নারায়ণগঞ্জ বন্দর থানার পিয়ার সাত্তার লতীফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তিকে স্থানীয় সাংসদ সেলিম ওসমান কর্তৃক লাঞ্ছনা ও চাকুরী থেকে বরখাস্তসহ ধর্ম অবমাননার মিথ্যা গুজব ছড়িয়ে সাম্প্রদায়িক উস্কানীর প্রতিবাদে বরগুনার বামনায় মানববন্ধন ও প্রতিবাদ করেছে বিক্ষুব্ধ শিক্ষক ও সচেতন জনতা। আজ বৃহস্পতিবার বামনা উপজেলা পরিষদ সম্মূখ সড়কে ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে স্থানীয় শিক্ষক, শিল্পী ও সাংস্কৃতিক কর্মীসহ বিক্ষুব্দ সচেতন জনতা অংশ নেন।
শেষে মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো.নূরুল হক খানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো.মোশাররফ হোসেন , শিক্ষক নেতা মো. পান্না মিয়া, মো. কবির হোসেন, মো. আলতাফ হোসেন, চৌধুরী গোলাম হায়দার প্রমূখ।

সমাবেশে শিক্ষক নেতারা শিক্ষক লাঞ্ছনাকারী সাংসদ সেলিম ওসমানসহ এ ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান। সেই সাথে বরখাস্তকৃত প্রধান শিক্ষককে চাকুরীতে পুনর্বাহলের দাবি জানান।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...