ব্রেকিং নিউজ
Home - জাতীয় - মঠবাড়িয়ায় যথাযথ মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

মঠবাড়িয়ায় যথাযথ মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

পিরোজপুর প্রতিনিধি >>

পিরোজপুরের মঠবাড়িয়ায় যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের সূচনা করা হয়। পরে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করেন। সকাল সাড়ে আটটায় শহীদ মোস্তফা খেলার মাঠে উপজেলা প্রশাসন কর্তৃক প্যারেড গ্রাউন্ডে জাতীয় পতাকা উত্তোলন শেষে প্যারেড গ্রাউন্ড পরিদর্শন ও সালাম গ্রহন করেন, উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) সিদ্দিকুর রহমান বাদশা, উপজেলা নির্বাহী অফিসার জি. এম. সরফরাজ, থানা অফিসার ইনচার্জ শওকত আনোয়ার ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বাচ্চু মিয়া আকন। অনষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য ডা. রুস্তম আলী ফরাজীর সহধর্মিনী খাদিজা বেগম খুশবু উপস্থিত ছিলেন।
পরে পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ডিসপ্লে ও শরীরচর্চা প্রদর্শন করা হয়। সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ মিনার পাদদেশে মুক্তিযোদ্ধাদের সংবর্ধিত করা হয়। উপজেলা নির্বাহী অফিসার জি. এম. সরফরাজ এতে সভাপতিত্ব করেন।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...