ব্রেকিং নিউজ
Home - অপরাধ - মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা জনি হত্যায় ৬৫ জনের বিরুদ্ধে মামলা : গ্রেফতার-২

মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা জনি হত্যায় ৬৫ জনের বিরুদ্ধে মামলা : গ্রেফতার-২

মঠবাড়িয়া প্রতিনিধি >>

পিরোজপুরের মঠবাড়িয়ায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে হলতা গুলিসাখালী ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থক জনি তালুকদার কে কুপিয়ে হত্যার ঘটনায় মঠবাড়িয়া থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। নিহত জনির চাচা হলতা গুলিসাখালী ইউনিয়র যুবলীগের সভাপতি স্বপন তালুকদার বাদি হয়ে গতকাল মঙ্গলবার মামলাটি দায়ের করেছেন। মামলায় ইউপি সদস্য নৌকা সমর্থক জুনায়েদ জুয়েলকে প্রধান আসামী করে নৌকা সমর্থক নামীয় ৩৫জনকে আসামী করা হয়েছে। মামলায় আ.লীগ সভাপতি ও পৌর মেয়র রফিউদ্দিন ফেরদৌসকেও আসামী করা হয়েছে।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মো. শওকত আনোয়ার ইসলাম মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, অজ্ঞাত আরও ২০-৩০ জনকে আসামি করে মামলাটি রুজু করা হয়েছে। এ ঘটনায় জাহাঙ্গীর ও হানিফ নামের দুইজনকে গ্রেফতার করা হয়েছে। বাকী আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
এদিকে নিহত জনির লাশ বরিশালে ময়নাতদন্ত শেষে রাতে মঠবাড়িয়ার কবুতরখালী গ্রামে পৌঁছেছে। আজ বুধবার সকালে গ্রামের বাড়ি মসজিদ মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

জনির চাচা মামলার বাদি স্বপন তালুকদার অভিযোগ করছেন, গত শনিবার গভীর রাতে নৌকা মার্কার প্রার্থী হোসাইন মোসারেফ সাকু ও ইউপি চেয়ারম্যান ঝনোসহ ১৯ জনের ওপর ঘটনার জের ধরে প্রতিপক্ষ নৌকার সমর্থক সন্ত্রাসীরা তার ভাতিজা স্বতন্ত্র প্রার্থীর(আনারস) সমর্থক ও হলতা গুলিসাখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি জনি তালুকদারকে পরিকল্পিত ভাবে ধাওয়া করে মাঠের মধ্যে ফেলে কুপিয়ে গুরুতর জখম করে। পরে বরিশাল শের-ই বাংলা হাসপাতালে নেওয়ার পথে দুপুর দুপুর ১ টার দিকে তার মৃত্যু ঘটে। নিহত জনি তালুকদার ওই গ্রামের মৃত হাতেম আলী তালুকদারের ছেলে এবং উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মো. রিয়াজ উদ্দিনের (আনারস মার্কা) সমর্থক ছিল।
তিনি ভাইয়ের ছেলে জনি হত্যার বিচার দাবি করে বলেন, নির্বাচনে প্রতিপক্ষ আনারস প্রতিকে সমর্থন দিতে গিয়ে আমার ভাতিজাকে প্রতিপক্ষদের হাতে নৃশংসভাবে প্রাণ দিতে হয়েছে। আর যেন কাউকে এভাবে মরতে না হয়। আমরা এখন জীবনের নিরাপত্তা চাই ।

এদিকে স্বেচ্ছাসেবক লীগ নেতা জনি হত্যারকান্ডের পর মঠবাড়িয়া আওয়ামীলীগের সকল নেতা কর্মীদের মাঝে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অনেকে গা ঢাকা দিয়েছেন। ফলে নির্বাচনী প্রচার প্রচারণা অনেকটাই স্থবিরতা বিরাজ করছে।

এদিকে নির্বাচনী সহিংসতা ঠেকাতে পিরোজপুরের মঠবাড়িয়ায় মঙ্গলবার ৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। জেলার অন্যান্য উপজেলায় ২৮ মার্চ থেকে বিজিবি মোতায়েন করা হবে। পিরোজপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট আবু আলী মো. সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...