ব্রেকিং নিউজ
Home - জাতীয় - মঠবাড়িয়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

মঠবাড়িয়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

মঠবাড়িয়া প্রতিনিধি >>

পিরোজপুরের মঠবাড়িয়ায় বিনয় এবং শ্রদ্ধায় শহীদ বুদ্ধিজীবী পালিত হয়েছে। এ উপলক্ষে আজ শুক্রবার উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে সকালে শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এতে প্রশাসনের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, রাজনীতিক ও সাংস্কৃতিক কর্মীরা অংশ নেন।

শেষে শহরের বালুর মাঠ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভকন মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা জি.এম সরফরাজের সভাপতিত্বে বুদ্ধিজীবীদেও স্মরণে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

স্মরণসভায় বক্তব্য দেন, সহকারী কমিশনার(ভূমি) রিপন বিশ^াস, থানার অফিসার ইনচার্জ মো. শওকত আনোয়ার, মুক্তিযোদ্ধা এমাদুল হক খান, মোস্তফা শাহ আলম দুলাল,বাচ্চু মিয়া আকন, আইনজীবী মুজিবুর রহমান মুন্সি ও দিলীপ কুমার পাইক প্রমূখ।

স্মরণসভায় বক্তারা দেশের সূর্যসন্তান শহীদ বুদ্ধিজীবদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জানিয়ে বলেন, একাত্তরে ৩০ লাখ শহীদের মধ্যে দেশের বুদ্ধিজীবীদের বেছে বেছে নির্মমভাবে হত্যা করা হয়। মহান মুক্তিযুদ্ধে হানাদারবাহিনী ও তাদেও দোসররা পরাজয় নিশ্চিত জেনে বাঙালীকে মেধাশূণ্য করতে আমাদের বুদ্ধিজীবীদের নিধনের পরিকল্পনা করে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...