ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - মঠবাড়িয়ায় স্বতন্ত্র প্রার্থীসহ ৬ আওয়ামীলীগ নেতাকে দল থেকে সাময়িক বরখাস্ত

মঠবাড়িয়ায় স্বতন্ত্র প্রার্থীসহ ৬ আওয়ামীলীগ নেতাকে দল থেকে সাময়িক বরখাস্ত

মঠবাড়িয়া প্রতিনিধি >>

আসন্ন একাদশ জাতীয সংসদ নির্বাচন পিরোজপুর-৩ মঠবাড়িয়া একক আসনে মহাজোট প্রার্থীর লাঙ্গল প্রতীকের পক্ষে কাজ না করে বিদ্রোহী প্রার্থী হয়ে হয়ে মাঠে প্রচার প্রচারণা চালোনোর অভিযোগে উপজেলা আওয়ামীলীগের প্রভাবশালী ৬ নেতাকে পদ ও পদবী থেকে সাময়িক বরখাস্ত করেছে উপজেলা আওয়ামীলীগ। অভিযুক্ত ৬ আওয়ামীলীগ নেতাকে দল থেকে চূড়ান্ত বহিস্কারের জন্য জেলা ও কেন্দ্র বরাবরে চিঠি পাঠানো হয়েছে। বৃহস্পতিবার উপজেলা আওয়ামীলীগের বর্ধিত এক সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয় বলে দলীয় সূত্রে জানাগেছে।
সাময়িক বরখাস্তকৃত নেতারা হলেন, উপজেলা আওয়ামীলীগের সদস্য সদ্য পদত্যাগী উপজেলা চেয়ারম্যান ও বিদ্রোহী প্রার্থী মো. আশরাফুর রহমান, সিনিয়র সহ-সভাপতি এমাদুল হক খান, সহ-সভাপতি আরিফ- উল- হক, সম্পাদক মন্ডলীর সদস্য জাহিদ উদ্দিন পলাশ, সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন খাঁন ও স্বতন্ত্র প্রার্থীর আপন ভাই উপজেলা আ.লীগ সদস্য মো. রিয়াজ উদ্দিন ।
বৃহস্পতিবার রাতে উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও সম্পাদকের যৌথ স্বাক্ষরিত এক পত্রে স্থানীয় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করা হয়। এতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা আওয়ামীলীগ সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. আশরাফুর রহমান মহাজোট মনোনীত লাঙ্গল প্রতীকের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হন। সেই সাথে দলের কয়েকজন নেতা মহাজোট মনোনীত প্রার্থীর বিপক্ষে অবস্থান নিয়ে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচার প্রচারণায় অংশ নিচ্ছেন। তাই তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়।

এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর জানান, মহাজোটের মনোনয়ন বঞ্চিত ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক সদ্য পদত্যাগী উপজেলা চেয়ারম্যান আশরাফুর রহমান দলীয় স্বিদ্ধান্ত না মেনে মহাজোটের মনোনীত প্রার্থীর বিপক্ষে অবস্থান নেয়। তিনি মনোনয়োন পত্র প্রত্যাহার না করে স্বতন্ত্র প্রার্থী হয়ে আপেল প্রতীক নিয়ে নির্বাচনী প্রাচরনায় মাঠে নামেন। তাকে সমর্থন দিয়ে দলের কয়েকজন নেতা স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচার প্রচারণা চালাচ্ছেন। অভিযুক্ত অন্য নেতারা দলের প্রভাবশালী ও গুরুত্বপূর্ণ পদে থেকেও দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী পক্ষে মহাজোটের প্রার্থী লাঙ্গল প্রতীকের বিরুদ্ধে কাজ করছে। এ কর্মকান্ডকে সংগঠন বিরোধী হিসেবে বিবেচনা করে গঠনতন্ত্রের ৪৭ (ঠ) ধারামতে উপজেরা আওয়ামী লীগের সকল পদ পদবি থেকে সাময়িক বরখাস্ত করে চুড়ান্ত বহিস্কারের জন্য কেন্দ্রে সুপারিশ করা হয়েছে।

এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী আওয়ামীলীগ নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. আশরাফুর রহমান সাংবাদিকদের বলেন, বিষয়টি মৌখিক ভাবে শুনেছি । তবে এটা অ-গঠনতা›ন্ত্রিক ও রাজনৈতিক স্বার্থ হাসিলের উদ্দেশ্যে করা হয়েছে।
উল্লেখ্য, মঠবাড়িয়া উপজেলা চেয়ারম্যান মো. আশরাফুর রহমান দলীয় প্রতীক নৌকা চেয়ে না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হন। অপরদিকে এ আসনে মহাজোট প্রার্থী হিসেবে জাতীয় পার্টিও নেতা ডা. রুস্তুম আলী ফরাজি লাঙ্গল প্রতীকে মনোনয়ন পান। ফলে মঠবাড়িয়া উপজেলা আওয়ামীলীগের নেতা কর্মীরা মহাজোট ও স্বতন্ত্র দুই শিবিরে বিভক্ত হয়ে দুই প্রার্থীর পক্ষে প্রচার প্রচারণা চালাচ্ছেন।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...