ব্রেকিং নিউজ
Home - জাতীয় - মঠবাড়িয়া পৌরসভায় সুপেয় পানি সরবরাহ প্রকল্পের অবহিতকরণ সভা

মঠবাড়িয়া পৌরসভায় সুপেয় পানি সরবরাহ প্রকল্পের অবহিতকরণ সভা

মঠবাড়িয়া প্রতিনিধি >>

পিরোজপুরের মঠবাড়িয়া পৌর শহরের সুপেয় পানি সংকট মোকাবেলায় পানি সরবারাহ প্রকল্পের কাজ শুরু হয়েছে।
উপকূলীয় শহর পরিবেশগত অবকাঠামো প্রকল্পের আওতায় মঠবাড়িয়া পৌরসভার ৯টি ওয়ার্ডে ৫৩ কোটি টাকা ব্যয়ে এ সুপেয় পানি সরবরাহ প্রকল্প হাতে নেওয়া হয়েছে।
রোববার সন্ধ্যায় শহীদ মিনার চত্বওে এ প্রকল্প বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। অবহিতকরণ সভায় স্বাগত বক্তব্য দেন, মঠবাড়িয়া পৌরসভার মেয়র ও উপজেলা আ’লীগের সভাপতি রফিউদ্দিন আহমেদ ফেরদৌস। এছাড়া আরও বক্তব্য দেন, রাজশাহী জেলা পুলিশ কর্মকর্তা নিহার রঞ্জন, সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম মোস্তফা, উপজেলা নির্বাহী কর্মকর্তা জি.এম. সরফরাজ, থানার অফিসার ইনচার্জ গোলাম ছরোয়ার, উপজেলা আ’লীগের দপ্তর সম্পাদক হারুন অর রশিদ খান, প্রচার সম্পাদক ফজলুল হক মনি প্রমুখ।

মঠবাড়িয়া পৌরসভার মেয়র রফিউদ্দিন আহমেদ ফেরদৌস বলেন, সুপেয় পানি সরবরাহ প্রকল্প ছাড়াও পৌরসভার রাস্তাঘাট, ড্রেন নির্মাণ, সাইক্লোন শেল্টার নির্মাণ, পাবলিক টয়লেট নির্মাণ, বাসস্ট্যান্ড নির্মাণসহ মোট ১২টি প্রকল্পে সর্বমোট ৮৪কোটি ৩৯লাখ ৪০হাজার ৯৩৬টাকার কাজ ২০২০ সালের মে মাসের মধ্যে শেষ হবে ।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...