ব্রেকিং নিউজ
Home - জাতীয় - বামনা-খোলপটুয়া সড়ক বেহাল : জনদুর্ভোগ চরমে

বামনা-খোলপটুয়া সড়ক বেহাল : জনদুর্ভোগ চরমে

মনোতোষ হাওলাদার,বামনা(বরগুনা) :
বরগুনার বামনা উপজেলা শহরের প্রাণকেন্দ্র রাসেল চত্ত্বর। এ চত্ত্বর হয়ে খোলপটুয়াগামী সড়কটি এখন বেহাল হয়ে খানাখন্দের সৃষ্টি হয়েছে। চলতি বর্ষামৌসুমে সড়কটির বিভিন্ন স্থানে পানি জমে খালে পরিনত হয়েছে। ফলে এই সড়ক দিয়ে চলাচলে সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছ জনসাধারন।
জানাগেছে, গত বছরদুইয়েক পূর্বে এই সড়কটি বামনার গোলচত্ত্বর হয়ে খোলপটুয়া পর্যন্ত মোট ০৬ কিলোমিটার এলাকা সংস্কার করা হয়। কিন্তু বছর যেতে না যেতে সড়কের ভিভিন্ন স্থানে বিটুমিনাস ও খোয়া উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়। আর এই গর্তে চলতি বর্ষামৌসুমে পানি জমে বর্তমানে সড়কটি ছোট ছোট খালে রুপান্তরিত হয়েছে। সড়কটির সবচেয়ে বেশী খানাখন্দের সৃষ্টি হয়েছে গোল চত্ত্বর থেকে বামনা ডিগ্রী কলেজ পর্যন্ত। সড়কটি পানিতে ডুবে থাকায় খানা খন্দ না দেখেই যানবাহন চালাতে হয় চালকদের ফলে প্রায়শই এই সড়ক দিয়ে চলাচলরত যানবাহন গুলো দুর্ঘটনার শিকার হচ্ছে।
এই সড়কের রিক্সাচালক মো. আ. মতি জানান, তার ব্যাটারী চালিত রিক্সাটি এই সড়কে চালালে প্রাই দুর্ঘটনার শিকার হয়। পথচরীরা এখন রাস্তার বেহাল দশার কারণে রিক্সায় উঠতে চায়না। যাত্রীর অভাবে তার পরিবার অর্থাভাবে অসহায়।
এব্যাপারে বামনা উপজেলা প্রকৌশলী মোশারেফ হোসেন জানান, শিঘ্রই সড়কটি সংস্কারে টেন্ডার আহবান করা হবে।

বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন বলেন, এই সড়কে চলাচলে দুর্ভোগে আমরাও শিকার। সড়কটি অচিরেই সংস্কারের জন্য বলাহয়েছে। আশাকরি বর্ষা মৌসুমের পড়েই সংস্কার কাজ শুরু হবে।

উপজেলা পরিষদ চেয়ারম্যান সাইতুল ইসলাম লিটু বলেন, উপজেলা প্রকৌশলী দপ্তর ইতিমধ্যেই সড়কটি সংস্কারে স্টিমেট তৈরী করেছেন। এখন শুধু টেন্ডার প্রক্রিয়া বাকি। অল্পেতেই জনগনের এই দুর্ভোগের সমাধান মিলবে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...