ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - পিরোজপুরে বিভিন্ন কর্মসুচীর মধ্যদিয়ে বিশ্ব পরিবেশ দিবস পালিত

পিরোজপুরে বিভিন্ন কর্মসুচীর মধ্যদিয়ে বিশ্ব পরিবেশ দিবস পালিত

পিরোজপুর প্রতিনিধি >>
“ প্রাণের স্পন্দনে, প্রকৃতির বন্ধনে” শ্লোগনকে সামনে রেখে সারাদেশের ন্যায় পিরোজপুরে পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস। দিবসটি পালন উপলক্ষে পিরোজপুরে মানববন্ধন,র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আজ সকালে শহরের টাউনক্লাব সড়কে সচেতন নাগরিক কমিটি সনাক মানববন্ধন পালন করে। মানববন্ধনে বিভিন্ন বেসরকারী সংস্থার অংশগ্রহনে বক্তব্য রাখেন, প্রফেসর মো. রুহুল আমিন, ফিরোজ রব্বানী,নাহিয়ান মুন্না, খালিদ আবু, মো. শাহ আলম শেখ ও শহিদুল্লাহ খান প্রমুখ। এরপর সকাল ১০টায় জেলা প্রশাসনে আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি র‌্যালী শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো: খায়রুল আলম সেখ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জামাল হোসেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গৌতম চৌধুরী।
আলোচনা সভায় বক্তারা বলেন, ধরিত্রির প্রাকৃতিক পরিবেশের উপর ক্রমবর্ধমান চাপ কমিয়ে বিশ্বকে বসবাসের উপযোগী রাখতে সাধারন মানুষকে সচেতন রাখতে হবে। বৈষ্ণিক উষ্ণতার কারনে আজ আমরা প্রচন্ড হুমকির মুখে। পরিবেশের ভারসাম্য রক্ষা করে আমাদের চলতে হবে। এখন গাছ লাগানোর মৌসুম শুরু হয়ে গেছে। প্রকৃতির ভারসাম্য রক্ষা করতে আমাদের বেশী বেশী গাছ রোপন করতে হবে। তাহলে আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...