ব্রেকিং নিউজ
Home - মঠবাড়িয়া - ভোট কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাই মঠবাড়িয়ায় তিন ও কাউখালীতে চারটি মামলা

ভোট কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাই মঠবাড়িয়ায় তিন ও কাউখালীতে চারটি মামলা

বিশেষ প্রতিনিধি – পিরোজপুরের মঠবাড়িয়ায় প্রথম দফা ইউপি নির্বাচনের দিন তিনটি ভোট কেন্দ্রে দুষ্কৃতিকারী কর্তৃক ব্যালট পেপার ছিনতাইয়ের অভিযোগে পৃধক তিনটি মামলা দায়ের হয়েছে। সোমবার বিকালে প্রিজাইডিং কর্মকর্তা। সোমবার বিকেলে সংশ্লিষ্ট ভোট কেন্দ্রের তিন প্রিজাইডিং অফিসার বাদি হয়ে পৃথক তিনটি মামলা দায়ের করেন।
থানা সূত্রে জানা গেছে, গক ২২ মার্চ অনুষ্ঠিত ইউপি নির্বাচনে মঠবাড়িয়া উপজেলার দাউদখালী ইউনিয়নের নলবুনিয়া দাখিল মাদ্রাসা, টিকিকাটা ইউনিয়নের গনেশ হাওলাদার সরকারি প্রাথমিক বিদ্যালয়, বড় মাছুয়া ইউনিয়নের ভোলমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে একদল দুষ্কৃতিকারী ভোট কেন্দ্রে প্রবেশ করে ব্যালট পেপার ছিনতাই করে। এতে সুষ্ঠু নির্বাচন বাঁধা গ্রস্ত হয়।
এছাড়া উপজেলার ৮৪ নম্বর আমড়াগাছিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের অফিস কক্ষ হতে সোমবার দুপুরে থানা পুলিশ ৪৭টি পরিত্যাক্ত ব্যালট পেপার ও ৫৪টি ব্যালট পেপারের মুরি উদ্ধার করেছে। পরিত্যাক্ত ব্যালট পেপার গুলোতে তালা প্রতীকে সিলমারা রয়েছে। সোমবার সকালে ওই বিদ্যালয়ের কার্য দিবসে স্কুল ঝাড়–দার খাদিজা বেগম স্কুলের অফিস কক্ষ ঝাড়– দিতে গিয়ে উল্লেখিত ব্যালট ও ব্যালটের মুরি গুলো দেখতে পায়। পরে স্কুল কর্তৃপক্ষ থানায় খবর দিলে ওই কেন্দ্রর সহকারী প্রিজাডিং অফিসার অনুপম শিকারীকে সাথে নিয়ে পরিত্যাক্ত ব্যালট ও মুরি উদ্ধার করে পুলিশ।
এ বিষয়ে ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মিল্টন কুমার ঢালি ব্যালট উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, ভোটের দিন ওই কেন্দ্রে কিছু দুষ্কৃতিকারী ব্যালট ছিনতাই করে । ছিনতাই হওয়া ব্যালট তারা হয়ত অফিসকক্ষে ফেলে রেখে যায়।
এ ব্যাপারে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, উপজেলা চারটি ভোট কেন্দ্রে দুষ্কৃকিারীরা ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনা ঘটায়। এর মধ্যে সোমবার বিকালে তিনিটি ভোট কেন্দ্রে সংশ্লিষ্ট প্রিসাইডিং কর্মকর্তা পৃথক তিনটি মামলা দায়ের করেছে। এছাড়া একটি ভোট কেন্দ্র পরিত্যাক্ত ব্যালট পেপার উদ্ধারের ঘটনায় মঠবাড়িয়া থানায় সোমবার রাতে একটি সাধারন ডায়রি করা হয়েছে।

কাউখালীতে পৃথক চারটি মামলা :
পিরোজপুরের কাউখালী উপজেলার চারটি ভোটকেন্দ্রে গোলযোগ ও ব্যালট পেপার এবং ব্যালট বাক্স ছিনতাইয়ের অভিযোগে পৃথক চারটি মামলা দায়ের হয়েছে। সংশ্লিষ্ট ভোট কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তারা সোমবার রাতে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে কাউখালী থানায় মামলা দায়ের করেন।

থানা সূত্রে জানাগেছে,উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের দক্ষিন বেতকা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো.আহসান কবীর, হোগলা বেতকা হাই স্কুল কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো.মাইনুল ইসলাম,৩৬ নম্বর বড় বেকুটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রের প্রিজাইডিং অফিসার বাসুদেব মন্ডল,৪৭ নম্বর মধ্য শিয়ালকাঠী(মোল্লা বাড়ি) সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. ইয়াহইয়া বাদী হয়ে ওই সব কেন্দ্র ব্যালট পেপার ছিনতাইয়ের অভিযোগ এনে মামলা দায়ের করেন।
কাউখালী থানার অফিসার ইনচার্জ মো.জাহাঙ্গীর হোসেন জানান, ভোট কেন্দ্র দখল,ব্যালট পেপার ছিনতাই,ব্যালেট বক্স ছিনতাই, সরকারি কাজে বাঁধা প্রদানের অভিযোগে এ মামলা দায়ের করা হয়েছে।

পিরোজপুর জেলা নির্বাচন কর্মকর্তা আরিফুল হক বলেন, নির্বাচন কমিশন থেকে রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠানো এক চিঠিতে পিরোজপুরের কাউখালী উপজেলার চারটি ভোটকেন্দ্রে ভোট চলাকালে গোলযোগের কারণে বন্ধ হওয়া কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তাদের থানায় মামলা করার নির্দেশ দেওয়া হয়।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...