ব্রেকিং নিউজ
Home - অপরাধ - মঠবাড়িয়ায় র‌্যাবের অভিযানে ৮টি হরিণের চামড়া উদ্ধার : গ্রেফতার ২

মঠবাড়িয়ায় র‌্যাবের অভিযানে ৮টি হরিণের চামড়া উদ্ধার : গ্রেফতার ২

বরিশাল র‌্যাব-৮-এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মঠবাড়িয়া উপজেলার বকসির ঘটিচোরা এলাকার আলম মৃধার বাসায় অভিযান চালিয়ে বুধবার সন্ধ্যায় ৮টি হরিণের চামড়া উদ্ধার করেছে।

র‌্যাব সদস্যরা হরিণের চমড়া পাচারের সাথে জড়িত আলম মৃধার ছেলে মোঃ মিরাজ মৃধা (২৭) ও পার্শ্ববর্তী পাথরঘাটা উপজেলার চরদুয়ানী গ্রামের আহম্মদ হাওলাদারের পুত্র আঃ হালিম হাওলাদারকে (৩৮) আটক করে মঠবাড়িয়া থানায় সোপর্দ করেছেন। এ ঘটনায় বরিশাল র‌্যাব-৮-এর ডিএডি মোঃ লিয়াকত আলী বাদী হয়ে আটককৃত দুইজনকে আসামি করে বুধবার রাতে মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করেছেন। র‌্যাব-৮-এর স্পেশালাইজড কোম্পানির কমান্ডার মেজর শিশির আহম্মেদ জানান, আটককৃতরা সংঘবদ্ধ একটি পাচারকারী দলের সদস্য। তারা দীর্ঘদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে সুন্দরবন থেকে হরিণ শিকার করে মাংস ও চামড়া বিক্রি করে আসছিল।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...